ভারতের পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে প্রবল বৃষ্টিপাতের ফলে সৃষ্ট ভূমিধসে ১৭ জনের প্রাণহানি হয়েছে। এছাড়াও সড়ক যোগাযোগ বিছিন্ন হয়ে পড়েছে। এই দুর্যোগের ফলে হিমালয় রাজ্য সিকিমের সাথেও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
রোববার (৫ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।
এর আগে, শনিবার রাতে ভারী বৃষ্টিপাতের ফলে দার্জিলিংয়ের মিরিক ও সুখিয়া পোখরি এলাকায় ভূমিধসের ঘটনা ঘটেছে। পুলিশ ও স্থানীয় প্রশাসন উদ্ধার অভিযান শুরু করেছে। ভূমিধসের কারণে গুরুত্বপূর্ণ রুট বন্ধ হয়ে গেছে। এর মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গ ও সিকিমের সংযোগকারী রাস্তা এবং দার্জিলিং ও শিলিগুড়ির সংযোগকারী রাস্তা।
দুর্গাপূজার পর কলকাতা ও পশ্চিমবঙ্গের অন্যান্য অঞ্চল থেকে বিপুল সংখ্যক পর্যটক দার্জিলিংয়ে যান। তাই অনেক পর্যটকের এই দুর্যোগে আটকা পড়ার সম্ভাবনা রয়েছে।
যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে দার্জিলিংয়ের টাইগার হিল ও রক গার্ডেনসহ পর্যটন কেন্দ্রগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন। টয় ট্রেনের পরিষেবাও স্থগিত রাখা হয়েছে। কর্তৃপক্ষ বাসিন্দা ও পর্যটকদের সতর্ক থাকতে এবং রাস্তা ও আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে অবগত থাকতে বলেছে।
উত্তরবঙ্গের অন্যান্য এলাকা যেমন জলপাইগুড়ি, শিলিগুড়ি ও কোচবিহারেও ভারী বৃষ্টিপাতের প্রভাব পড়েছে। যার ফলে বেশ কয়েকটি এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে।
আবহাওয়া অফিস এর আগে উত্তরবঙ্গ ও সিকিমে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছিল। সিকিমের জন্য দুটি লাল সতর্কতাও জারি করে ভারী বৃষ্টি ও ঝোড়ো বাতাসের সাথে মাঝারি বজ্রপাতের পূর্বাভাস দিয়েছিল।
আবহাওয়া অফিস জানিয়েছে, এই অঞ্চলে বৃষ্টিপাত ৭ অক্টোবর পর্যন্ত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। এর ফলে উত্তরবঙ্গে আকস্মিক বন্যা দেখা দিতে পারে।