অস্ট্রেলিয়ার বন্ডাই সমুদ্র সৈকতে রোববারের হামলার সময় পুলিশের গুলিতে নিহত অভিযুক্ত বন্দুকধারী মূলত দক্ষিণ ভারতের হায়দরাবাদ শহর থেকে এসেছিলেন এবং তার পরিবার তার ‘উগ্রবাদী চিন্তাধারা’ সম্পর্কে জানত না। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ভারতীয় পুলিশ এ তথ্য জানিয়েছে।
হামলাকারী ব্যক্তির নাম সাজিদ আকরাম (৫০)। সিডনির সমুদ্র সৈকতে ইহুদিদের ধর্মীয় অনুষ্ঠানে ওই হামলায় ১৫ জন নিহত হয়েছে। একে অস্ট্রেলিয়ার প্রায় ৩০ বছরের ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী বন্দুক হামলা বলা হচ্ছে। হামলার পর ইহুদি সম্প্রদায়ের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের তদন্ত শুরু করা হয়েছে।
দক্ষিণ ভারতের তেলেঙ্গানা রাজ্যের পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, তিনি হায়দরাবাদে বাণিজ্য নিয়ে পড়াশোনা করেছেন। এরপর আকরাম ১৯৯৮ সালের নভেম্বরে কাজের সন্ধানে অস্ট্রেলিয়ায় চলে যান এবং ইউরোপীয় বংশোদ্ভূত এক নারীকে বিয়ে করেন। তাদের একটি ছেলে ও মেয়ে রয়েছে।
এতে বলা হয়েছে, সাজিদ আকরামের পরিবার তার উগ্রবাদী চিন্তাভাবনা সম্পর্কে অবগত ছিল না। ১৯৯৮ সালে তিনি ভারত ছাড়ার আগে তার বিরুদ্ধে নেতিবাচক কিছু পায়নি পুলিশ। সাজিদ ও তার ছেলে নাভিদের কর্মকাণ্ডের সাথে ভারতের কোনো সম্পর্ক নেই বা তেলেঙ্গানার স্থানীয় কোনো প্রভাব নেই।
এদিকে অস্ট্রেলিয়ান পুলিশ জানিয়েছে, সাজিদ আকরাম ভারতীয় পাসপোর্ট ও তার ২৪ বছর বয়সী ছেলে নাভিদ আকরাম অস্ট্রেলিয়ান পাসপোর্ট ব্যবহার করে গত মাসে ফিলিপাইন ভ্রমণ করেছিলেন। তাদের এই ভ্রমণের উদ্দেশ্য তদন্ত করা হচ্ছে। তবে তারা কোনো সন্ত্রাসী গোষ্ঠীর সাথে যুক্ত ছিলেন কি না বা তারা সেই দেশে প্রশিক্ষণ নিয়েছিলেন কি না তা এখনো জানা যায়নি।
সূত্র : রয়টার্স



