বঙ্গোপসাগরে উদ্ভূত ঘূর্ণিঝড় মোন্থা শক্তি বাড়িয়ে ধীরে ধীরে উপকূলের দিকে এগিয়ে আসছে। ভারতের আবহাওয়া অধিদফতর জানিয়েছে, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের উপর দিয়ে ঘূর্ণিঝড়টি গত ছয় ঘণ্টায় ১৫ কিলোমিটার বেগে উত্তর থেকে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) ভোর সাড়ে ৫টা নাগাদ এটি তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে।
আবহাওয়া অধিদফতর (আইএমডি) জানিয়েছে, সকাল ৫টা ৩০ মিনিটে মাছিলিপত্তনমের ১৯০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে, কাকিনাড়ার ২৭০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং ভাইজাগের ৩৪০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ঘূর্ণিঝড়টি কেন্দ্রীভূত ছিল।
আজ সন্ধ্যায় বা রাতে কাকিনাড়ার আশপাশে মাছিলিপত্তনম ও কলিঙ্গপত্তনমের মধ্য দিয়ে এর অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। এ সময় এটি তীব্র ঘূর্ণিঝড়ে রূপ নিবে।
আইএমডি জানিয়েছে, সর্বোচ্চ ৯০ থেকে ১০০ কিলোমিটার প্রতি ঘণ্টা থেকে ১১০ কিলোমিটার বেগে বাতাস বইবে। অন্ধ্রপ্রদেশের ১৬টি জেলায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে।
অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন. চন্দ্রবাবু নাইডু ঘূর্ণিঝড় মোন্থার ঝুঁকিপূর্ণ উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদের পুনর্বাসন কেন্দ্রে স্থানান্তরিত করার জন্য কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। কাকিনাড়া ও কোনাসীমা অঞ্চলে ঝড়ের প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। সেখানে থেকে প্রায় ১০ হাজার মানুষকে সরিয়ে নেয়া হয়েছে এবং ১২৬ জন গর্ভবতী নারীকে হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
ওড়িশ্যা সরকার দক্ষিণের আটটি জেলায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ঝুঁকিপূর্ণ স্থান থেকে লোকদের সরিয়ে নেয়ার প্রস্তুতি নিচ্ছে। এসব এলাকায় ‘রেড অ্যালার্ট’ জারি করা হয়েছে।
ঘূর্ণিঝড় মোন্থা উপকূলীয় অঞ্চলের দিকে এগিয়ে আসার সাথে সাথে ভারতের বেশ কয়েকটি রাজ্যে সতর্কতা জারি করা হয়েছে। অন্ধ্র প্রদেশ, তামিলনাড়ু ও ওড়িশ্যা রেড অ্যালার্ট জারি করা হলেও কর্ণাটক, মহারাষ্ট্র, কেরালা, পশ্চিমবঙ্গ ও গুজরাটের কিছু অংশে ইয়েলো অ্যালার্ট জারি করা হয়েছে।
সূত্র : দ্য হিন্দু, হিন্দুস্তান টাইমস



