ভারতের সাথে যুদ্ধের ঝুঁকি এখনো রয়ে গেছে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। শুক্রবার (২১ নভেম্বর) জিও নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টকশোতে খাজা আসিফ উল্লেখ করেন, ভারতের সাথে দীর্ঘ দশক ধরে চলে আসা প্রক্সি সঙ্ঘাত এখনো অব্যাহত রয়েছে। সম্প্রতি তা আরো বৃদ্ধি পেয়েছে। সেজন্য তাদের সাথে আরোকটি যুদ্ধের আশঙ্কা এখনো পুরোপুরি কাটেনি।
প্রতিরক্ষামন্ত্রী বলেন, মে মাসে দুই দেশের মধ্যে সঙ্ঘাতের পর পরিস্থিতি অত্যন্ত উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। ওই সময় আরেকটি পূর্ণাঙ্গ যুদ্ধের সম্ভাবনা তৈরি হয়েছিল, যার ঝুঁকি এখনো পুরোপুরি শেষ হয়নি।
সূত্র : জিও নিউজ



