দীর্ঘদিন পর ফের ভারতের পশ্চিমবঙ্গে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হতে যাচ্ছে। সব ঠিক থাকলে আগামী বছরের ২ থেকে ৫ জানুয়ারি মুসল্লিদের মহতী এই সম্মিলন রাজ্যের হুগলি জেলায় অনুষ্ঠিত হবে।
সোমবার (১ সেপ্টেম্বর) ভারতীয় একটি পত্রিকা জানিয়েছে, পশ্চিমবঙ্গে সর্বশেষ বিশ্ব ইজতেমার আয়োজন করা হয়েছিলো হাওড়ায়। এবার তা অনুষ্ঠিত হবে হুগলির দাদপুরে।
এ প্রসঙ্গে অল ইন্ডিয়া তাবলিগি ইজতেমা কমিটির আহ্বায়ক হাজি মোহাম্মদ কামরুল হুদা জানিয়েছেন, এরই মধ্যে ইজতেমা অনুষ্ঠানের জন্য স্থান নির্বাচন ও প্রাথমিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
তিনি আশা করছেন, এবারের ইজতেমাতেও অসংখ্য মুসল্লির সমাগম হবে এবং এটি অসংখ্য মানুষের হেদায়েত ও দোয়া কবুলের মাধ্যম হবে।