ভারত অধিকৃত জম্মু-কাশ্মিরে বন্যা ও ভূমিধসে ১১ জনের প্রাণহানি

ভারত অধিকৃত জম্মু-কাশ্মিরে প্রবল বৃষ্টিপাতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে চার শিশুসহ কমপক্ষে ১১ জনের মৃত্যু হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন

ভারতে রেকর্ড ভাঙা বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে জম্মু ও কাশ্মিরে চার শিশুসহ কমপক্ষে ১১ জনের মৃত্যু হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে শনিবার (৩০ আগস্ট) ভারতের শ্রীনগর থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

মঙ্গলবার থেকে ভারত অধিকৃত এই অঞ্চলটিতে ভারী মৌসুমি বৃষ্টিপাত শুরু হয়েছে। এতে সেখানে প্রচণ্ড জলাবদ্ধতা দেখা দিয়েছে। অনেক সেতু ভেঙে পড়েছে ও ঘরবাড়ি প্লাবিত হয়েছে।

উদ্ভূত পরিস্থিতিতে জনজীবনে ভয়াবহ ভোগান্তি দেখা দিয়েছে এবং জরুরি সেবার ওপর ব্যাপক চাপ সৃষ্টি হয়েছে। স্থানীয় দুর্যোগ কর্মকর্তা জানিয়েছেন, শুক্রবার রাতে রামবান ও রিয়াসি জেলায় ভারী বৃষ্টিপাত ও ভূমিধসে ১১ জনের মৃত্যু হয়েছে। পাঁচ বছর বয়সী এক শিশু ধ্বংসস্তূপে আটকা পড়েছে।

এর আগে, বুধবার জম্মুতে বৈষ্ণো দেবীর হিন্দু মন্দিরে যাওয়ার পথে ভূমিধসে ৪১ জনের মৃত্যু হয়েছে।

বুধবার জম্মু ও উধমপুরে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। জম্মুতে ২৯৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যা ১৯৭৩ সালের রেকর্ডের চেয়ে নয় শতাংশ বেশি এবং উধমপুরে ৬২৯.৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যা ২০১৯ সালের তুলনায় ৮৪ শতাংশ বেশি।

জুন-সেপ্টেম্বরে বর্ষা মৌসুমে প্রায়ই বন্যা ও ভূমিধস দেখা দেয়। তবে বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তন ও দুর্বল পরিকল্পিত উন্নয়নের পুনরাবৃত্তি, তীব্রতা ও প্রভাব বৃদ্ধি করছে।

সূত্র : বাসস