ট্রাম্পকে ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতি দেয়ার আহ্বান ৯ মার্কিন সিনেটরের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতি দেয়ার আহ্বান জানিয়েছেন নয় মার্কিন সিনেটর।

নয়া দিগন্ত অনলাইন
মার্কিন সিনেটর জেফ মার্কলে
মার্কিন সিনেটর জেফ মার্কলে |আনাদোলু

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতি দেয়ার আহ্বান জানিয়েছেন নয় মার্কিন সিনেটর। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) তুর্কি বার্তাসংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এর আগে বৃহস্পতিবার এই বিষয়ে একটি বিবৃতি দেন সিনেট জেফ মার্কলে। তিনি ওরেগন রাজ্য প্রতিনিধি এবং এই খসড়া প্রস্তাবের উদ্যোক্তা। বিবৃতিতে তিনি এই উদ্যোগকে মার্কিন সিনেটের ইতিহাসে প্রথম ঘটনা বলেও উল্লেখ করেন।

বিবৃতিতে মার্কলে বলেন, এই খসড়া প্রস্তাবে তাকে সাতজন ডেমোক্রেট ও একজন স্বতন্ত্র সিনেটর সমর্থন দিয়েছেন। তারা সবাই প্রেসিডেন্ট ট্রাম্পকে ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতি দেয়ার আহ্বান জানিয়েছেন। তারা মনে করেন, এখন ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতি যুক্তরাষ্ট্রের কর্তব্যের মধ্যে পড়ে।

ওই খসড়া প্রস্তাবে বলা হয়েছে, দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধানের মাধ্যমে ইসরাইল ও ফিলিস্তিন উভয় দেশেরই উন্নতি-অগ্রগতি হবে। এই সমাধানের মাধ্যমে উভয় দেশের মধ্যেই স্থিতিশীলতা বিরাজ করবে।

খসড়া প্রস্তাবে স্বাক্ষর করেছেন সাত ডেমোক্রেট। তারা হলেন ডেমোক্রেট সিনেটর ক্রিস ভ্যান হোলেন, টিম কেইন, পিটার ওয়েলচ, টিনা স্মিথ, ট্যামি বাল্ডউইন, ম্যাজি হিরোনো এবং স্বতন্ত্র সিনেটর বার্নি স্যান্ডার্স।

উল্লেখ্য, ইতোমধ্যে কয়েকটি দেশ ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতি দেয়ার ঘোষণা দিয়েছে। এর মধ্যে রয়েছে ব্রিটেন, ফ্রান্স, অস্ট্রেলিয়া, কানাডা ইত্যাদি। তারা আগামী ডিসেম্বরে অনুষ্ঠিতব্য জাতিসঙ্ঘের সাধারণ পরিষদের অধিবেশনে এই স্বীকৃতি প্রদান করবে।

জাতিসঙ্ঘের সদস্য ১৯৩ রাষ্ট্রের মধ্যে এই পর্যন্ত ১৪৯টি দেশ স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে।

সূত্র : আনাদোলু