পাকিস্তানের গুল প্লাজায় আগুন : নিহত বেড়ে ৬৭

পাকিস্তানের করাচির গুল প্লাজায় ভয়াবহ আগুনে নিহতের সংখ্যা বেড়ে কমপক্ষে ৬৭ জনে দাঁড়িয়েছে, ময়নাতদন্ত ও ডিএনএ পরীক্ষার মাধ্যমে পরিচয় নিশ্চিত করার কাজ চলছে।

নয়া দিগন্ত অনলাইন
আগুনে ক্ষতিগ্রস্ত পাকিস্তানের গুল প্লাজা শপিং মল
আগুনে ক্ষতিগ্রস্ত পাকিস্তানের গুল প্লাজা শপিং মল |সংগৃহীত

পাকিস্তানের বৃহত্তম শহর করাচির অন্যতম ব্যস্ত গুল প্লাজা শপিং মলে ভয়াবহ আগুনে নিহত বেড়ে কমপক্ষে ৬৭ জনে দাঁড়িয়েছে।

শুক্রবার দেশটির স্থানীয় সরকারের এক মুখপাত্রের বরারত দিয়ে এ তথ্য জানায় বার্তাসংস্থা এএফপি।

তিনি বলেন, ‘৬৭টি লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।’

মুখপাত্র আরো জানান, এই ঘটনায় নিহতদের পরিচয় নিশ্চিত করতে বর্তমানে ডিএনএ পরীক্ষার কাজ চলছে।

এর আগে সংবাদমাধ্যম ডন জানায়, বুধবার প্লাজাটির মেজানাইন ফ্লোরের একটি দোকান থেকেই ৩০ জনের লাশ উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা।

গত শনিবার রাতে এম এ জিন্নাহ রোডে অবস্থিত এই প্লাজাটিতে আগুন লাগে। প্রায় ১ হাজার ২০০ দোকান বিশিষ্ট এই বিশাল ভবনের আগুন রোববার নিয়ন্ত্রণে আসার কথা বলা হলেও সোমবার আবারো ধ্বংসাবশেষ থেকে আগুনের লেলিহান শিখা দেখা যায়। আগুনের প্রচণ্ড তাপে ভবনের কিছু অংশ ধসে পড়েছে।