অমিত শাহের নির্দেশেই বাংলাদেশী সন্দেহে ওপারে পুশব্যাক করা হচ্ছে : মমতা

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেছেন, তার নির্দেশেই রোহিঙ্গা-বাংলাদেশী সন্দেহে বাংলাভাষীদের ওপারে পুশব্যাক করা হচ্ছে।

নয়া দিগন্ত অনলাইন
অমিত শাহের নির্দেশেই বাংলাদেশী সন্দেহে ওপারে পুশব্যাক করা হচ্ছে
অমিত শাহের নির্দেশেই বাংলাদেশী সন্দেহে ওপারে পুশব্যাক করা হচ্ছে |সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেছেন, তার নির্দেশেই রোহিঙ্গা-বাংলাদেশী সন্দেহে বাংলাভাষীদের ওপারে পুশব্যাক করা হচ্ছে।

মুখ্যমন্ত্রী বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর দু’চোখ ভয়ঙ্কর। এমন কোনো কাজ নেই যা উনি পারেন না। তার ভয়াবহ! এক চোখে দুর্যোধন আর অপর চোখে দুঃশাসন। সীমান্তে বিএসএফের ধারেকাছে কাউকে না যেতে অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, সীমান্তরক্ষী বাহিনী বা বিএসএফ শাহের মন্ত্রণালয়ের অধীনে কাজ করে।

জনসভায় মমতা আরো বলেন, বিভিন্ন রাজ্যে বাংলাভাষীদের ওপর হেনস্থা করা হচ্ছে। রোহিঙ্গা-বাংলাদেশি সন্দেহে পশ্চিমবঙ্গের বাসিন্দাদের পুশব্যাক করা হচ্ছে বাংলাদেশে। মুখ্যমন্ত্রী বলেন, 'বাংলা থেকে কাউকে তাড়ালে কী করে ফিরিয়ে আনতে হয় তা আমরা জানি। তিনি স্পষ্টভাষায় সতর্ক করে বলেন, বাংলা থেকে কাউকে তাড়াতে দেব না।'

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের তীব্র সমালোচনা করেছেন মুখ্যমন্ত্রী। তিনি প্রশ্ন তুলেছেন, ‘বিজেপির আইটি সেলের তৈরি করা তালিকা দিয়ে ভোট করাবেন? তবে যা ইচ্ছে করুন কিন্তু কিছুই করতে পারবেন না।’ বৈধ ভোটারের নাম বাদ গেলে অবস্থান ধর্মঘটে বসবেন বলে হুঁশিয়ারিও দিয়েছেন মুখ্যমন্ত্রী।

মমতা বলেন, এসআইআর নিয়ে বিজেপি সবরকম চেষ্টা করছে। কিন্তু কোনো ফল হবে না। মুখ্যমন্ত্রী সতর্ক করে দিয়ে বলেন, ‘বিহার পারেনি, বাংলায় পারবে না।’

সূত্র : সংবাদ প্রতিদিন ও অন্যান্য