ইরানিদের বিপ্লব ঘটিয়ে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে সরিয়ে নতুন নেতা নির্বাচনের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শনিবার (১৭ জানুয়ারি) খামেনির এক বক্তব্যের পরিপ্রেক্ষিতে এই আহ্বান জানান তিনি। রোববার (১৮ জানুয়ারি) ইরান ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
ইরানের সর্বোচ্চ নেতা বলেছিলেন, ইরানে বর্তমানে যে বিক্ষোভ সহিংসতা রয়েছে, এর পেছনে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা রয়েছে। সেজন্য মার্কিন প্রেসিডেন্টকেই এর দায় নিতে হবে। এর জবাবে ট্রাম্প বলেন, খামেনি একজন অসুস্থ মানুষ। সময় এখন তাকে সরিয়ে নতুন নেতার শাসন দেখার।
মার্কিন প্রেসিডেন্ট আরো বলেন, খামেনি নেতা হিসেবে যা করেছেন, তা হলো দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছেন। তিনি এমন সহিংসতা প্রদর্শন করেছেন, দেশটিতে আগে যা কখনো দেখা যায়নি।
তিনি আরো বলেন, একজন রাষ্ট্রপ্রধানকে দেশ সঠিকভাবে পরিচালনার দিকেই মনোযোগ দেয়া উচিৎ। যেমন আমি যুক্তরাষ্ট্র পরিচালনা করছি। কিন্তু নিজের নিয়ন্ত্রণ ধরে রাখার জন্য তো হাজার হাজার মানুষ হত্যা করছি না।
সূত্র : ইরান ইন্টারন্যাশনাল



