যুক্তরাষ্ট্রে গত পাঁচ মাসে ভারতের রফতানিতে ধস নেমেছে। ভারতের গবেষণামূলক প্রতিষ্ঠান জিটিআরআই রোববার (২ নভেম্বর) জানিয়েছে, ২০২৫ সালের মে থেকে সেপ্টেম্বর মাসে যুক্তরাষ্ট্রে রফতানি ৩৭.৫ শতাংশ কমেছে। অর্থাৎ মে মাসে ৮.৮ বিলিয়ন ডলার থেকে নেমে সেপ্টেম্বরে তা ৫.৫ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।
জিটিআরআই জানিয়েছে, চলতি বছরের মে মাস থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে ভারত থেকে যুক্তরাষ্ট্রে ওষুধ, স্মার্টফোন, ধাতু ও গাড়ির রফতানি হ্রাস পেয়েছে।
মে মাসে ওষুধ রফতানি ৭৪৫.৬ মিলিয়ন ডলার থেকে সেপ্টেম্বরে ৬২৮.৩ মিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। অর্থাৎ রফতানি ১৫.৭ শতাংশ কমেছে। এদিকে শিল্প ধাতু ও গাড়ির যন্ত্রাংশের ক্ষেত্রে রফতানি ১৬.৭ শতাংশ হ্রাস পেয়েছে। যা ০.৬ বিলিয়ন ডলার থেকে ০.৫ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।
জিটিআরআই-এর প্রতিষ্ঠাতা অজয় শ্রীবাস্তব বলেন, অ্যালুমিনিয়াম রফতানি ৩৭ শতাংশ, তামা ২৫ শতাংশ, গাড়ির যন্ত্রাংশ ১২ শতাংশ এবং লোহা-ইস্পাতের রফতানি আট শতাংশ কমেছে। বিশ্বব্যাপী সরবরাহকারীদের ওপর একই রকম শুল্ক আরোপের ফলে এই হ্রাস সম্ভবত যুক্তরাষ্ট্রের শিল্প খাতের মন্দার ফল।
তিনি আরো বলেন, বস্ত্র, রত্ন ও অলঙ্কার, রাসায়নিক, কৃষি-খাদ্য এবং যন্ত্রপাতির মতো খাতের উৎপাদন ৩৩ শতাংশ হ্রাস পেয়েছে। যা ৪.৮ বিলিয়ন ডলার থেকে ৩.২ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। এর প্রভাব ব্যাপক ও গভীর।
এছাড়াও মে মাসে সৌর প্যানেলের রফতানি ২০২.৬ মিলিয়ন ডলার থেকে সেপ্টেম্বরে ৭৯.৪ মিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। অর্থাৎ রফতানি ৬০.৮ শতাংশ কমেছে। টেক্সটাইল ও পোশাকের ক্ষেত্রেও চালান ৩৭ শতাংশ কমে ৯৪৪ মিলিয়ন ডলার থেকে ৫৯৭ মিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।
উল্লেখ্য, গত ২৭ আগস্ট থেকে কার্যকর হওয়া বিভিন্ন ভারতীয় পণ্যের ওপর মোট ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।
সূত্র : এনডিটিভি



