রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভারত সফরের আগে দুই দেশের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সামরিক চুক্তি অনুমোদন করেছে রাশিয়ার সংসদের নিম্নকক্ষ দুমা। গত ফেব্রুয়ারিতে দুই দেশের সরকার দ্য রেসিপ্রোকাল এক্সচেঞ্জ অফ লজিস্টিকস সাপোর্ট চুক্তি করে।
বুধবার (৩ ডিসেম্বর) ডয়চে ভেলে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এই চুক্তিতে রাশিয়া থেকে ভারতে এবং ভারত থেকে রাশিয়ায় কিভাবে সেনা, যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান যাবে তার পদ্ধতি বলা হয়েছে। একে অন্যকে সামরিক রসদ সরবরাহের বিষয়টিও চুক্তিতে রয়েছে।
দুমার স্পিকার ভি ভোলোডিন বলেছেন, ‘ভারতের সাথে আমাদের সম্পর্ক কৌশলগত ও সর্বাত্মক। আমরা এই সম্পর্ককে মূল্য দিই। এই চুক্তি দুই দেশের সম্পর্ককে আরো এগিয়ে নিয়ে যাবে।’
আগামীকাল বৃহস্পতিবার দুইদিনের সফরে ভারতে আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে আলোচনায় সামরিক সহযোগিতার বিষয়টিও গুরুত্ব পাবে।



