যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে ১০ বছরের প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর

বৃহস্পতিবার মালয়েশিয়ার কুয়ালালামপুরে এক যৌথ সংবাদ সম্মেলনে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ও ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এই চুক্তির ঘোষণা দেন।

নয়া দিগন্ত অনলাইন
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ও ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ও ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং |সংগৃহীত

ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সামরিক সহযোগিতা আরো গভীর করা এবং আঞ্চলিক নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ভারত ১০ বছর মেয়াদী একটি প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করেছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) মালয়েশিয়ার কুয়ালালামপুরে এক যৌথ সংবাদ সম্মেলনে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ও ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এই চুক্তির ঘোষণা দেন। চীনের সামরিক সম্প্রসারণ ও আঞ্চলিক প্রভাবের কারণে উত্তেজনা বৃদ্ধির মধ্যেই এই চুক্তির ঘোষণা এসেছে।

চুক্তিটিকে ‘উচ্চাকাঙ্ক্ষী’ হিসেবে বর্ণনা করে হেগসেথ বলেন, এটি দুই দেশের সেনাবাহিনীর মধ্যে সমন্বয় বৃদ্ধি করবে। তিনি আরো বলেন, ‘এটি আমাদের দুই সামরিক বাহিনীর জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আরো গভীর ও অর্থবহ সহযোগিতার এই রোডম্যাপ একটি নিরাপদ ও সমৃদ্ধ ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য একটি যৌথ প্রতিশ্রুতি প্রতিফলিত করে।’

তিনি জোর দিয়ে বলেন, ওয়াশিংটন ও নয়াদিল্লির মধ্যে অংশীদারিত্ব ‘পারস্পরিক বিশ্বাস ও সাধারণ স্বার্থের’ ওপর নির্মিত। সর্বশেষ এই প্রতিরক্ষা চুক্তি ‘ভারতের সাথে যৌথ নিরাপত্তা ও একই দৃষ্টিভঙ্গির প্রতি যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদী প্রতিশ্রুতিকে তুলে ধরে’।

এদিকে, ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এই চুক্তিকে স্বাগত জানিয়ে বলেন, চুক্তিটি দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান কৌশলগত জোট এবং এই অঞ্চলে শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে তাদের দৃঢ় সংকল্পের ভিত্তি।

এর আগে, ফেব্রুয়ারির মাঝামাঝিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ওয়াশিংটন ডিসি সফর করেন। ওই সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে তার বৈঠকে প্রতিরক্ষা চুক্তির বিষয়ে ভারত ও যুক্তরাষ্ট্র সম্মত হয়।

সূত্র : টিআরটি ওয়ার্ল্ড