ভারতের লাদাখে আলাদা রাজ্যের দাবিতে ব্যাপক বিক্ষোভ, নিহত ৪

নিরাপত্তাকর্মীদের সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষে এখন পর্যন্ত চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় ৭০ জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কারফিউ জারি করা হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
লাদাখকে রাজ্যের মর্যাদা দেয়ার দাবিতে গত কয়েক বছর ধরেই আন্দোলন চলছে
লাদাখকে রাজ্যের মর্যাদা দেয়ার দাবিতে গত কয়েক বছর ধরেই আন্দোলন চলছে |সংগৃহীত

ভারতে লাদাখের লেহতে আলাদা রাজ্যের স্বীকৃতি ও সংবিধানের ষষ্ঠ তফসিলের আওতাভুক্ত করে পূর্ণ রাজ্যের মর্যাদা দেয়ার দাবিতে বুধবার (২৪ সেপ্টেম্বর) ব্যাপক বিক্ষোভ হয়েছে। একপর্যায়ে বিক্ষোভ সহিংসতায় রূপ নেয়।

স্থানীয় প্রশাসনের এক কর্মকর্তাকে উদ্ধৃত করে ভারতীয় বার্তাসংস্থা পিটিআই জানিয়েছে, নিরাপত্তাকর্মীদের সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষে এখন পর্যন্ত চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় ৭০ জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কারফিউ জারি করা হয়েছে।

আগামী ৬ অক্টোবর লাদাখের প্রতিনিধিদলের সাথে বৈঠকে বসার কথা রয়েছে কেন্দ্রীয় সরকারের। তার আগেই বুধবার লেহ শহরে বিক্ষোভ করেন একদল যুবক। বিক্ষোভ চলাকালীন লেহতে বিজেপির পার্টি অফিসে বিক্ষোভকারীরা আগুন ধরিয়ে দেন ববলে অভিযোগ উঠেছে। পার্টি অফিসের সামনে থাকা একটি পুলিশের গাড়িতেও আগুন লাগানো হয়। এরপরই পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশ ও নিরাপত্তাকর্মীদের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়েন বিক্ষোভকারীরা।

লাদাখের পরিবেশ আন্দোলনকারী ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুক সোনম ওয়াংচুক ক্ষোভ প্রকাশ করে বলেন, সহিংসতার কাছে শান্তিপূর্ণ প্রতিবাদ হেরে গেল। তিনি আরো বলেন, লাদাখের রাজনৈতিক দলগুলো অযোগ্য। তারা তরুণ প্রজন্মকে সঠিক পথ দেখাতে ব্যর্থ। তার কথায়, ‘দীর্ঘদিন ধরে জমতে থাকা আগুনেরই বহিঃপ্রকাশ’ এটি।

লাদাখকে রাজ্যের মর্যাদা দেয়ার দাবিতে গত কয়েক বছর ধরেই আন্দোলন চলছে। এই আন্দোলনের অন্যতম মুখ ওয়াংচুক। তার দাবি, লাদাখকে সংবিধানের ষষ্ঠ তফসিলের আওতাভুক্ত করে পূর্ণ রাজ্যের মর্যাদা দেয়া হোক। লাদাখের জন্য একটি পৃথক পাবলিক সার্ভিস কমিশন গঠন করা হোক। একইসাথে লেহ ও কার্গিল জেলার জন্য পৃথক পৃথক লোকসভা আসনের ব্যবস্থা করা হোক।

বুধবারের প্রতিবাদের ডাক দেয় লেহ অ্যাপেক্স বডি’র (এল এবি) যুব শাখা। ওই সংস্থার চেয়ারম্যান থুপস্তান সোয়াং বলেন, ‘লাদাখে মূলত চারটি দাবিতে আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন চালাচ্ছি। কিছু ঘটনা ঘটেছে, যার ফলে আন্দোলন সহিংসতায় রূপ নেয়।

ভবিষ্যতে আরো বৃহত্তর আন্দোলনের কথা জানিয়ে তিনি বলেন, ‘আমাদের কয়েকজন নিহত হয়েছেন। আমরা লাদাখের জনগণকে আশ্বস্ত করতে চাই, নিহত তরুণদের রক্ত বৃথা যেতে দেব না।’

সূত্র : আনন্দবাজার