সিন্ধ ভারতের কাছে ফিরে যাবে বলে সম্প্রতি মন্তব্য করেছিলেন ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এর কড়া প্রতিক্রিয়া জানিয়েছে সিন্ধের মুখ্যমন্ত্রী মুরাদ আলী শাহ।
সিন্ধের মুখ্যমন্ত্রী বলেন, ‘ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী ইতিহাস সম্পর্কে জানে না। সিন্ধ বিষয়ে তার বক্তব্য কূটনৈতিক শিষ্টাচারবর্জিত।’
তিনি আরো বলেন, ভারতের উচিৎ তাদের অভ্যন্তরীণ বিষয়ে মনোযোগ দেয়া। আমাদের বিষয়ে তাদের দিবাস্বপ্ন ছেড়ে দেয়া উচিৎ।
মুখ্যমন্ত্রী বলেন, পাকিস্তান প্রতিষ্ঠার পূর্বে ১৯৩৬ সালেই বোম্বাই থেকে আলাদা হয়ে গিয়েছিল সিন্ধ। স্থানীয়রা তাদের স্বায়ত্ত শাসন, মর্যাদা ও রাজনৈতিক পরিচয়কে অগ্রাধিকার দিয়েছিল।
তিনি আরো বলেন, সিন্ধ পাকিস্তানের অবিচ্ছেদ্য অংশ। সিন্ধ এখনো পাকিস্তানের অংশ হিসেবে আছে; সর্বদা পাকিস্তানের অংশ হিসেবেই থাকবে।
সূত্র : জিও নিউজ



