ভারী বৃষ্টি ও জলাবদ্ধতায় বিপর্যস্ত কলকাতা, ৭ জনের মৃত্যু

জলাবদ্ধতার কারণে যানবাহন চলাচল ব্যাহত হয়েছে। পাশাপাশি শহরের উপকণ্ঠে রেল ও মেট্রো পরিষেবাও ব্যাহত হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
ভারী বৃষ্টিপাতে শহরের বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা দেখা দিয়েছে
ভারী বৃষ্টিপাতে শহরের বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা দেখা দিয়েছে |সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় সোমবার (২৩ সেপ্টেম্বর) রাতভর টানা ভারী বৃষ্টিপাতে শহরের বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। বৃষ্টি-সংশ্লিষ্ট কারণে সাতজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে কমপক্ষে তিনজন বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছেন।

বেনিয়াপুকুর, কালিকাপুর, নেতাজি নগর, গড়িয়াহাট ও ইকবালপুরে এসব প্রাণহানির ঘটনা ঘটেছে। এসব এলাকা কলকাতার মধ্য ও দক্ষিণ অংশজুড়ে বিস্তৃত।

জলাবদ্ধতার কারণে যানবাহন চলাচল ব্যাহত হয়েছে। পাশাপাশি শহরের উপকণ্ঠে রেল ও মেট্রো পরিষেবাও ব্যাহত হয়েছে। শহরের বেশ কয়েকটি নিচু এলাকার বাড়িঘরে পানি ঘরে ঢুকে পড়েছে এবং সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে। বেশ কয়েকটি স্কুলে বৃষ্টির কারণে ছুটি ঘোষণা করা হয়েছে।

তবে শহরের দক্ষিণ ও পূর্বাঞ্চলে বৃষ্টির তীব্রতা বেশি ছিল। কলকাতা পৌর কর্পোরেশনের তথ্য অনুসারে, গড়িয়া কামদাহারীতে কয়েক ঘণ্টার মধ্যে ৩৩২ মিমি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এরপরে যোধপুর পার্কে ২৮৫ মিমি, কালীঘাটে ২৮০ মিমি, তোপসিয়ায় ২৭৫ মিমি ও বালিগঞ্জে ২৬৪ মিমি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপের কারণে বৃষ্টিপাত হচ্ছে। আগামী কয়েকদিন আরো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

দুর্গাপূজা উৎসব শুরুর আগে এমন ভারী বৃষ্টিপাতে উদ্বেগ দেখা দিয়েছে। বিশ্বের নানা প্রান্ত থেকে মানুষ কলকাতায় পূজা মণ্ডপগুলো দেখতে আসেন। এগুলোর প্রস্তুতিও শেষ পর্যায়ে রয়েছে। আয়োজনকারীদের এখন নিশ্চিত করতে হবে, টানা বৃষ্টির কারণে তাদের কয়েক মাসের এই পরিশ্রম যেন নষ্ট না হয়।

এছাড়া জলাবদ্ধ রাস্তাঘাটের কারণে কলকাতা বিমানবন্দরগামী যাত্রীদেরও সমস্যায় পড়তে হচ্ছে। এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগো ইতোমধ্যেই ভ্রমণ সতর্কতা জারি করে জানিয়েছে, আজ ফ্লাইট বিলম্বিত হতে পারে।

সূত্র : এনডিটিভি