ভারতের তেলঙ্গানার রাঙ্গারেড্ডি জেলায় একটি বাসের সাথে নুড়িপাথর বোঝাই ট্রাকের সংঘর্ষে ২০ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। সোমবার (৩ নভেম্বর) হায়দরাবাদ-বিজাপুর মহাসড়কে দুর্ঘটনাটি ঘটেছে।
তেলেঙ্গানা স্টেট রোড ট্রান্সপোর্ট করপোরেশনের ওই বাসটিতে ৭০ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে। বিকারাবাদ জেলার তান্দুর থেকে হায়দরাবাদ যাওয়ার সময় নির্মাণ সামগ্রী বোঝাই একটি ট্রাকের সাথে সংঘর্ষ হয়। সংঘর্ষের পর ট্রাকের নুড়িপাথর বাসের ভেতরে ঢুকে পড়ে, এতে বহু যাত্রী চাপা পড়েন।
দুর্ঘটনায় নিহত যাত্রীদের মধ্যে ১০ মাস বয়সী একটি শিশু, ১০ জন নারী এবং উভয় গাড়ির চালক রয়েছেন। দুর্ঘটনায় আহত বেশ কয়েকজন যাত্রীকে সরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
বাসের চালক ও তার আসনের পিছনের ছয়টি সারি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এই অংশের বেশিভাগ যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়েছেন।
সড়ক দুর্ঘটনায় তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী এ রেবন্ত রেড্ডি দুঃখ প্রকাশ করেন। তিনি কর্মকর্তাদের অবিলম্বে ঘটনাস্থলে পৌঁছানোর এবং উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে সহায়তা করার নির্দেশ দেন।
সূত্র : এনডিটিভি



