মিয়ানমারের নির্বাচনে বিদেশী সংবাদমাধ্যমকে আমন্ত্রণ

জান্তা নিয়ন্ত্রিত ইউনিয়ন নির্বাচন কমিশন এক বিবৃতিতে বলেছে, স্থানীয় ও আন্তর্জাতিক উভয় সংবাদমাধ্যমকেই নির্বাচনে সংবাদ সংগ্রহ করার অনুমতি দেয়া হবে।

নয়া দিগন্ত অনলাইন

মিয়ানমারের আসন্ন জান্তা পরিচালিত নির্বাচনে সংবাদ সংগ্রহের অনুমতি দেয়া হবে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোকে। দেশটির নির্বাচন কর্তৃপক্ষ বুধবার (২৯ অক্টোবর) এ তথ্য জানিয়েছে।

রিপোর্টার্স উইদাউট বর্ডার্স বলছে, ২০২১ সালে অভ্যুত্থানের ফলে শুরু হওয়া গৃহযুদ্ধের পর থেকে মিয়ানমার জান্তা ভীতি প্রদর্শন ও সেন্সরশিপের মাধ্যমে মিডিয়া জগতকে তছনছ করে দেয়। এ সময় স্থানীয় সাংবাদিকেরা দমনপীড়নের শিকার হন এবং বিদেশী গণমাধ্যমকর্মীরা দেশ ত্যাগ করেন। শুধু এএফপিই একমাত্র আন্তর্জাতিক বার্তাসংস্থা হিসেবে দেশটিতে পূর্ণাঙ্গ কার্যালয় বজায় রেখেছে।

এএফপি জানিয়েছে, জান্তা সরকার ২৮ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া নির্বাচনকে শান্তির পথ হিসেবে প্রচার করছে। কিন্তু বিদ্রোহী-নিয়ন্ত্রিত এলাকাগুলোতে এই নির্বাচন বর্জন করা হবে। পর্যবেক্ষকেরা একে চলমান সামরিক শাসনকে আড়াল করার একটি কৌশল হিসেবে বাতিল করে দিয়েছেন।

জান্তা নিয়ন্ত্রিত ইউনিয়ন নির্বাচন কমিশন এক বিবৃতিতে বলেছে, স্থানীয় ও আন্তর্জাতিক উভয় সংবাদমাধ্যমকেই নির্বাচনে সংবাদ সংগ্রহ করার অনুমতি দেয়া হবে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে নির্বাচনটি পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যম গ্লোবাল নিউ লাইট অফ মিয়ানমারের বিজ্ঞপ্তিতে বলা হয়, জান্তা-পরিচালিত তথ্য মন্ত্রণালয় যোগ্য আন্তর্জাতিক গণমাধ্যম সংস্থাগুলোকে যাচাই-বাছাইয়ের পর অনুমোদন দেবে।

সামরিক অভ্যুত্থানের ফলে মূলত বিচ্ছিন্ন হয়ে পড়া দেশটিতে প্রবেশাধিকারের প্রক্রিয়াটি কী হবে এবং কোন কোন গণমাধ্যমকে অনুমোদন দেয়া হবে তা এখনো স্পষ্ট নয়।

এদিকে, কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, দক্ষিণ-পূর্ব এশিয়ান নেশনস অ্যাসোসিয়েশন (আসিয়ান) এই ভোট পর্যবেক্ষণ করার জন্য নির্বাচন পর্যবেক্ষক পাঠাবে না।

সূত্র : বাসস