ভারতে সুপ্রিম কোর্টের ওয়াকফ রায়কে ঘিরে প্রতিক্রিয়া জানিয়েছে দেশটির রাজনৈতিক দলগুলো। এ বিষয়ে কংগ্রেস বলছে, এই সিদ্ধান্তের মধ্য দিয়ে ‘সাংবিধানিক মূল্যবোধের জয়’ হয়েছে। বিজেপিও এটিকে ‘ইতিবাচক পদক্ষেপ’ হিসেবে দেখছে।
বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার ভারতে ওয়াকফ (সংশোধনী) আইনের একাধিক গুরুত্বপূর্ণ ধারা স্থগিত রাখার সুপ্রিম কোর্টের আদেশকে স্বাগত জানিয়ে বিরোধী দল কংগ্রেস একে ‘বিচার, সমতা ও ভ্রাতৃত্ববোধের সাংবিধানিক মূল্যবোধের বিজয়’ বলে অভিহিত করেছে।
দলটির মতে, শীর্ষ আদালতের এই সিদ্ধান্ত আইনটির অন্তর্নিহিত ‘দুষ্ট উদ্দেশ্য’ ব্যর্থ করে দিয়েছে।
কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেন, সংখ্যালঘুদের অধিকার রক্ষার ক্ষেত্রে সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী নির্দেশ আবারো প্রমাণ করল যে বিরোধীরা এই লড়াইয়ে একসাথে আছে এবং তারা মোদি সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ও সরব।
তিনি এক্স-এ লিখেছেন, ‘বিজেপি একটি বিভাজনমূলক আইন চাপিয়ে দিতে চেয়েছিল, যার একমাত্র উদ্দেশ্য ছিল সাম্প্রদায়িক উত্তেজনা উসকে দেয়া এবং বহু আগেই মীমাংসিত ইস্যুগুলো ফের জিইয়ে তোলা। কংগ্রেস সংবিধান প্রদত্ত অধিকার রক্ষায় অটল থাকবে- ভয় বা পক্ষপাত ছাড়া।’
অন্যদিকে, কেন্দ্রীয় মন্ত্রী কিরন রিজিজু ওয়াকফ সংশোধনী আইনসংক্রান্ত সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী আদেশকে স্বাগত জানিয়ে একে ‘গণতন্ত্র ও মুসলিম সমাজের জন্য ইতিবাচক উন্নয়ন’ হিসেবে বর্ণনা করেন।
তিনি এদিন সাংবাদিকদের বলেন, ‘আমি সুপ্রিম কোর্টের এই রায়কে স্বাগত জানাই। এটি আমাদের গণতন্ত্রের জন্য ইতিবাচক পদক্ষেপ। ওয়াক্ফ আইনের বিধানগুলো পুরো মুসলিম সমাজের জন্য কল্যাণকর। এতে সম্পত্তি দখলের প্রবণতা বন্ধ হবে।’
সূত্র : বিবিসি