থাই সীমান্তে সংঘর্ষে ৪ কম্বোডিয়ান নিহত

তথ্যমন্ত্রী নেথ ফিয়াকত্রা বলেন, ‘থাইল্যান্ডের হামলায় কম্বোডিয়ার অন্তত চারজন নাগরিক নিহত হয়েছেন।’

নয়া দিগন্ত অনলাইন
সংগৃহীত

থাইল্যান্ড তার প্রতিবেশী কম্বোডিয়ায় বিমান হামলা শুরু করার পর, সোমবার সীমান্ত সংঘর্ষে কম্বোডিয়ার চার বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

কম্বোডিয়ার তথ্যমন্ত্রী এই খবর নিশ্চিত করেছেন।

নমপেন থেকে এএফপি এ খবর জানায়।

তথ্যমন্ত্রী নেথ ফিয়াকত্রা বলেন, ‘থাইল্যান্ডের হামলায় কম্বোডিয়ার অন্তত চারজন নাগরিক নিহত হয়েছেন।’

তিনি আরো বলেন, ওদ্দার মিআনচে ও প্রেয়াহ বিহার সীমান্ত প্রদেশে এ হামলা চালানো হয়। এতে আরো ১০ বেসামরিক নাগরিক আহত হয়েছেন।