ফেসবুকসহ একাধিক সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ করল নেপাল

বুধবারের মধ্যে নেপালের নির্দিষ্ট মন্ত্রণালয়ে তারা যেন নিজেদের নথিভুক্ত করায়। সময়সীমা পেরিয়ে গেলেও সংস্থাগুলো সে কাজ করেনি।

নয়া দিগন্ত অনলাইন
নেপালে সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর সরকারের নিষেধাজ্ঞা
নেপালে সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর সরকারের নিষেধাজ্ঞা |সংগৃহীত

নেপালে সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ে কঠোর পদক্ষেপ নিয়েছে দেশটির সরকার। টেলিযোগাযোগ মন্ত্রণালয়কে ফেসবুক, ইউটিউব, এক্স, লিঙ্কডিনসহ একাধিক সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেয়া হয়েছে।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) ডয়চে ভেলে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এর আগে এই সংস্থাগুলোকে বলা হয়েছিল, বুধবারের মধ্যে নেপালের নির্দিষ্ট মন্ত্রণালয়ে তারা যেন নিজেদের নথিভুক্ত করায়। সময়সীমা পেরিয়ে গেলেও সংস্থাগুলো সে কাজ করেনি। তারপরেই এই সিদ্ধান্ত নেয়া হয়।

নেপাল সরকার জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর বিরুদ্ধে অভিযোগ দায়ের করার প্রক্রিয়াসহ একাধিক তথ্য জানাতে হবে এই সংস্থাগুলোকে। এর জন্য টেলিকমিউনিকেশন বা যোগাযোগ ও তথ্য মন্ত্রণালয়ের কাছে লিখিত আকারে তথ্য জমা দিতে হবে। নিজেদের নথিভুক্ত করতে হবে। তবে সংস্থাগুলো সেকাজ করেনি। তাই তাদের বন্ধ করে দেয়ার কথা বলা হয়েছে।