পাকিস্তানের আকস্মিক বন্যায় নিখোঁজ দেড় শতাধিক মানুষ

পাকিস্তানের ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যায় এখনো দেড় শতাধিক মানুষ নিখোঁজ রয়েছেন।

নয়া দিগন্ত অনলাইন
সংগৃহীত

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে আকস্মিক বন্যায় এখনো দেড় শতাধিক মানুষ নিখোঁজ রয়েছেন। বন্যায় দেশজুড়ে কমপক্ষে ৩৪৪ জনের প্রাণহানি হয়েছে। দেশটির প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের বরাত দিয়ে পেশোয়ার থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে হাজারো উদ্ধারকর্মী প্রবল বৃষ্টির মধ্যে হাঁটু সমান কাদামাটিতে অভিযান চালাচ্ছেন। তারা পাথরের নিচে চাপা পড়া বাড়িঘর খুঁড়ে জীবিতদের সন্ধানে তল্লাশি চালিয়ে যাচ্ছেন।

খাইবার পাখতুনখোয়া প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রধান আসফান্দইয়ার খট্টক বলেন, বুনেরে এখনো অন্তত ১৫০ জন নিখোঁজ রয়েছেন। তারা হয়ত বাড়িঘরের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন অথবা পানির স্রোতে ভেসে গেছেন। এছাড়া শাংলা জেলায়ও ডজনখানেক মানুষ নিখোঁজ রয়েছেন বলে খবর পাওয়া গেছে। চলমান বৃষ্টিপাত উদ্ধারকাজকে ভীষণভাবে ব্যাহত করছে বলেও উল্লেখ করেন খট্টক।

তিনি আরো বলেন, বুনেরে বিদ্যুৎ নেই এবং মোবাইল নেটওয়ার্কও বন্ধ রয়েছে। আকস্মিক বন্যায় বিদ্যুতের লাইন ও মোবাইল টাওয়ারগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রাদেশিক উদ্ধার সংস্থার এক মুখপাত্র জানান, সবচেয়ে ক্ষতিগ্রস্ত বুনের জেলায় অন্তত ২০৮ জনের প্রাণহানি ঘটেছে এবং ১০ থেকে ১২টি গ্রাম আংশিকভাবে চাপা পড়েছে।

প্রদেশের উদ্ধার সংস্থার কর্মকর্তা বিলাল আহমেদ ফয়েজি বলেন, ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারের কাজ চলছে। প্রায় দুই হাজার উদ্ধারকর্মী নয়টি জেলায় লাশ উদ্ধার ও ত্রাণ তৎপরতায় যুক্ত আছেন। তবে বৃষ্টিপাত চলমান কার্যক্রমকে বাধাগ্রস্ত করছে।

সূত্র : বাসস