সৌদি আরবে বাস-ট্যাঙ্কার সংঘর্ষে নিহত ৪২ ভারতীয় ওমরাহযাত্রী

বাসটি মক্কা থেকে মদিনার দিকে যাচ্ছিল। এ সময় মুফরিহাটের কাছে দুর্ঘটনাটি ঘটে। বাসের বেশিভাগ যাত্রী তেলেঙ্গানার হায়দ্রাবাদের বাসিন্দা ছিলেন।

নয়া দিগন্ত অনলাইন

সৌদি আরবে সোমবার (১৭ নভেম্বর) ভোরে মক্কা থেকে মদিনা যাওয়ার পথে ভারতীয় ওমরাহ যাত্রীবাহী বাসের সাথে একটি ডিজেল ট্যাঙ্কারের সংঘর্ষে কমপক্ষে ৪২ জন নিহত হয়েছেন। সৌদি আরবের স্থানীয় সংবাদমাধ্যমের খবরে এ তথ্য বলা হয়েছে।

খালিজ টাইমসের খবরে বলা হয়েছে, বাসটি মক্কা থেকে মদিনার দিকে যাচ্ছিল। এ সময় মুফরিহাটের কাছে দুর্ঘটনাটি ঘটে। বাসের বেশিভাগ যাত্রী তেলেঙ্গানার হায়দ্রাবাদের বাসিন্দা ছিলেন। দুর্ঘটনার সময় দলটি ওমরাহ শেষ করে মক্কা থেকে মদিনার দিকে ফিরছিল।

গালফ নিউজের এক প্রতিবেদন অনুসারে, সংঘর্ষের পর বাসটিতে আগুন ধরে যায়। এ সময় অনেক যাত্রীই ঘুমিয়ে ছিলেন। ফলে তাদের পালানোর সুযোগ খুব কম ছিল। নিহত ওমরাহ যাত্রীদের মধ্যে ভারতের হায়দরাবাদের অনেক নারী ও শিশু যাত্রী ছিলেন। নিহত ব্যক্তিদের মধ্যে ১১ জন নারী এবং ১০ জন শিশু থাকতে পারে। তবে স্থানীয় কর্তৃপক্ষ এখনো সংখ্যা যাচাই করছে।

এদিকে উদ্ধারকারী দল জানিয়েছে, বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে। যার কারণে হতাহতদের শনাক্ত করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। তবে মোহাম্মদ আব্দুল শোয়েব নামে একজন বেঁচে আছেন। তিনি হাসপাতালে ভর্তি আছেন।

তেলেঙ্গানা সরকার জানিয়েছে, তারা রিয়াদে ভারতীয় দূতাবাসের সাথে যোগাযোগ করছে। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি নয়াদিল্লির কর্মকর্তাদের দূতাবাস কর্তৃপক্ষের সাথে ঘনিষ্ঠভাবে সমন্বয় করতে বলেছেন।

দুর্ঘটনায় তেলঙ্গানার হতাহতের সংখ্যা সংগ্রহের জন্য সরকারের আবাসিক কমিশনারও রয়েছেন এবং রাজ্য সচিবালয়ে একটি নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করা হয়েছে।

সূত্র : এনডিটিভি, গালফ নিউজ