গাজা সিটিতে যোদ্ধাদের অবস্থান নেয়ার নির্দেশ হামাসের

গাজা উপত্যকার সবচেয়ে বড় শহর গাজা সিটি দখলের প্রস্তুতি নিচ্ছে ইসরাইল। তাদের এই স্থল অভিযান প্রতিহত করার জন্য হামাস যোদ্ধাদের প্রস্তুত হতে নির্দেশ দিয়েছেন সংগঠনটির সামরিক শাখার প্রধান হাদাদ।

নয়া দিগন্ত অনলাইন
হামাসের সিনিয়র কর্মকর্তা ইজ আল-দ্বীন হাদাদ
হামাসের সিনিয়র কর্মকর্তা ইজ আল-দ্বীন হাদাদ |সংগৃহীত

ইসরাইলের স্থল হামলা প্রতিহত করতে যোদ্ধাদের গাজা সিটিতে অবস্থান নেয়ার নির্দেশ দিয়েছেন ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সিনিয়র কর্মকর্তা ইজ আল-দ্বীন হাদাদ। সৌদি গণমাধ্যম আশ-শারকুল আওসাতের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকার সবচেয়ে বড় শহর গাজা সিটি দখলের প্রস্তুতি নিচ্ছে ইসরাইল। তাদের এই স্থল অভিযান প্রতিহত করার জন্য হামাস যোদ্ধাদের প্রস্তুত হতে নির্দেশ দিয়েছেন সংগঠনটির সামরিক শাখার প্রধান হাদাদ।

তিনি আরো বলেন, এই যুদ্ধে তিনি নিজে উপস্থিত থেকে নেতৃত্ব দেবেন। এছাড়া গাজা সিটিতে ইসরাইলি সেনাদের সাথে কয়েক মাস যুদ্ধ করতে হতে পারে বলেও জানান তিনি।

উল্লেখ্য, গাজা যুদ্ধে এ পর্যন্ত ৬৪ হাজার ৬৫৬ জন নিহত হয়েছে। আহত হয়েছে ১ লাখ ৬৩ হাজার ৫০৩ জন। এছাড়া হাজার হাজার ফিলিস্তিনি ধ্বংস্তুপের নিচে নিখোঁজ রয়েছে।

আর চলতি যুদ্ধে ইসরাইলে অন্তত ১ হাজার ১৩৯ ইসরাইলি নিহত হয়েছে। আরো কয়েক হাজার হয়েছে আহত। আর ৭ অক্টোবর হামাসের হাতে বন্দী হয় দুই শতাধিক ইসরাইলি।

সূত্র : টাইমস অফ ইসরাইল ও অন্যান্য