‘ফুলটাইম গার্লফ্রেন্ড’ নিয়োগ দিতে লিংকডইনে যুবকের বিজ্ঞাপন

একজন ‘ফুলটাইম গার্লফ্রেন্ড’ নিয়োগ দিতে সামাজিক যোগাযোগমাধ্যম লিংকডইনে বিজ্ঞাপন দিয়েছেন দীনেশ নামে ভারতীয় এক যুবক।

নয়া দিগন্ত অনলাইন
‘ফুলটাইম গার্লফ্রেন্ড’ নিয়োগ দিতে লিংকডইনে যুবকের বিজ্ঞাপন
‘ফুলটাইম গার্লফ্রেন্ড’ নিয়োগ দিতে লিংকডইনে যুবকের বিজ্ঞাপন |এনডিটিভি

একজন ‘ফুলটাইম গার্লফ্রেন্ড’ নিয়োগ দিতে সামাজিক যোগাযোগমাধ্যম লিংকডইনে বিজ্ঞাপন দিয়েছেন দীনেশ নামে ভারতীয় এক যুবক। সামাজিক যোগাযোগমাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। সর্বশেষ তথ্য অনুযায়ী, এই পদের জন্য এরই মধ্যে ২৬ জন আবেদন করেছেন। এরপর আর নতুন আবেদন গ্রহণ করা হচ্ছে না।

দিনেশ এর আগে ভারতের তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান টেক মাহিন্দ্রাতে ‘সিনিয়র অ্যাসোসিয়েট’ হিসেবে কর্মরত ছিলেন। লিংকডইনে দেয়া ওই বিজ্ঞপ্তিতে তিনি জানান, এটি একটি হাইব্রিড জব অফার। পূর্ণকালীন হলেও প্রয়োজনে মাঝে মধ্যে দূর থেকে কাজ করার সুযোগ থাকবে। চাকরিটি হবে ভারতের হরিয়ানা রাজ্যের বড় শহর গুরগাঁওকেন্দ্রিক।

চাকরির বিবরণে তিনি উল্লেখ করেছেন, ‘এই ‘গার্লফ্রেন্ড’ পদের মূল দায়িত্ব হবে মানসিক সংযোগ গড়ে তোলা, অর্থবহ কথোপকথনে অংশ নেয়া, সঙ্গ দেয়া, পারস্পরিক সমর্থন এবং একসাথে বিভিন্ন কর্মকাণ্ড ও শখে অংশগ্রহণ করা।’

বিজ্ঞাপনে দিনেশ লেখেন, ‘এটি গুরগাঁওভিত্তিক একটি ফুল-টাইম হাইব্রিড গার্লফ্রেন্ড রোল, যেখানে কিছু ক্ষেত্রে রিমোট ইন্টারঅ্যাকশনের সুযোগ থাকবে। সক্রিয় যোগাযোগ, পারস্পরিক সম্মান ও বোঝাপড়া এই সম্পর্কের ভিত্তি হবে।’

যোগ্যতার তালিকাও কম দীর্ঘ নয়। আবেদনকারীকে আবেগ নিয়ন্ত্রণে পারদর্শী হতে হবে, অন্যের কথা মনোযোগ দিয়ে শুনতে জানতে হবে এবং সহমর্মিতা ও মানবিক যোগাযোগে দক্ষ হতে হবে। পাশাপাশি হাসিখুশি, সদয় ও ইতিবাচক মানসিকতার মানুষ হওয়াকেও গুরুত্ব দিয়েছেন দিনেশ।

সূত্র : এনডিটিভি