ফারুক আব্দুল্লাহ

আল্লাহ চাইলে কাশ্মির শিগরিই পূর্ণ রাজ্যের মর্যাদা ফিরে পাবে

২০২৪-এ জম্মু-কাশ্মিরে ভোট হয়। বিপুল ভোটে জিতে সরকার গঠন করে ন্যাশনাল কনফারেন্স। মুখ্যমন্ত্রী হন ফারুক আব্দুল্লাহর ছেলে ওমর আব্দুল্লাহ।

নয়া দিগন্ত অনলাইন
ফারুক আব্দুল্লাহ
ফারুক আব্দুল্লাহ |সংগৃহীত

জম্মু-কাশ্মিরে রাজ্যের মর্যাদা পুনঃস্থাপনের দাবিতে ফের সরব হলেন সেখানকার সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ। তিনি বলেছেন, আল্লাহ চাইলে খুব শিগরিই পূর্ণ রাজ্যের মর্যাদা ফিরে পাবে কাশ্মির।

শনিবার (১৩ সেপ্টেম্বর) ভারতীয় একটি সংবাদমাধ্যম জানায়, একটি অনুষ্ঠানে ব্ক্তৃতাকালে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় আব্দুল্লাহ বলেন, আমার কেন্দ্র সরকারের প্রতি আস্থা আছে। নিশ্চয় তারা কাশ্মিরকে তার প্রাপ্ত মর্যাদা ফিরিয়ে দেবেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, জম্মু ও কাশ্মিরের মানুষ ১৯৪৭ সাল থেকে চ্যালেঞ্জ সহ্য করে আসছে। এটি নতুন কিছু নয়। তবে কোনো কিছুই স্থির নয়, সবকিছুই চলমান। আল্লাহর ইচ্ছায়, এখানে পরিস্থিতির উন্নতি হয়েছে এবং আমি আশা করি- আমাদের দেশের নেতৃত্ব জনগণের আকাঙ্ক্ষাকে সম্মান করে এটিকে আরো উন্নত করবেন। আর খুব শিগগিরই কাশ্মির তার মর্যাদা ফিরে পাবে ইনশাআল্লাহ।

উল্লেখ্য, ২০১৯ সালের আগস্টে ৩৭০ ধারা প্রত্যাহার করেছিল কেন্দ্রীয় সরকার। বিশেষ মর্যাদা হারিয়েছিল জম্মু-কাশ্মির। সেই সাথে রাজ্যটিকে দু’টি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চলে ভেঙে দিয়েছিল ভারত সরকার— জম্মু-কাশ্মির ও লাদাখ। ২০২৪-এ জম্মু-কাশ্মিরে ভোট হয়। বিপুল ভোটে জিতে সরকার গঠন করে ন্যাশনাল কনফারেন্স। মুখ্যমন্ত্রী হন ফারুক আব্দুল্লাহর ছেলে ওমর আব্দুল্লাহ। কিন্তু রাজ্যের মর্যাদা এখনো ফিরে পায়নি জম্মু ও কাশ্মির।