আমি শিবের ভক্ত, গরল গিলে ফেলব : মোদি

মোদি বলেছেন, জনগণই তার প্রভু এবং ‘রিমোট কন্ট্রোল’। তাই জনগণের সামনেই তিনি তার যন্ত্রণা প্রকাশ করেন। তার মা হীরাবেন সমন্ধে কটূক্তি নিয়ে তীব্র বিতর্কের মধ্যে মোদি বলেছেন, তিনি ভগবান শিবের ভক্ত এবং গালিগালাজের ’গরল গিলে ফেলবেন।’

নয়া দিগন্ত অনলাইন
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি |সংগৃহীত

ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের তীব্র সমালোচনা করে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, জনগণই তার প্রভু এবং ‘রিমোট কন্ট্রোল’। তাই জনগণের সামনেই তিনি তার যন্ত্রণা প্রকাশ করেন। তার মা হীরাবেন সমন্ধে কটূক্তি নিয়ে তীব্র বিতর্কের মধ্যে মোদি বলেছেন, তিনি ভগবান শিবের ভক্ত এবং গালিগালাজের ’গরল গিলে ফেলবেন।’

আসামের দারাংয়ে বেশ কয়েকটি প্রকল্প উদ্বোধনের পর এক সমাবেশে প্রধানমন্ত্রী মোদি বলেন, ’কংগ্রেসের আক্রমণের ধরন আমি জানি। আমাকে লক্ষ্য করে বলবে মোদি আবার কাঁদছেন। জনগণই আমার ঈশ্বর; আমি যদি তাদের সামনে আমার যন্ত্রণা প্রকাশ না করি, তাহলে আমি কোথায় করব? তারাই আমার প্রভু, আমার দেবতা এবং আমার রিমোট কন্ট্রোল। আমার কাছে আর কোনো রিমোট কন্ট্রোল নেই।’

বিহারে নির্বাচনী প্রচার ঘিরে রাজনীতির পারদ চড়ছে। মোদিকে নিশানা করেও কটূক্তি শোনা গিয়েছে। এমনকি তার মা পরলোকগত হীরাবেন মোদিকেও নিশানা করা হয়েছে বলে অভিযোগ বিরোধীদের। সেই আবহে কংগ্রেসের তৈরি একটি কৃত্তিম বুদ্ধিমত্তাভিত্তিক ভিডিও ঘিরে এফআইআর পর্যন্ত দায়ের হয়েছে।

এ দিন মোদির মুখে ‘রিমোট কন্ট্রোল’ শব্দ প্রয়োগের তাৎপর্য রয়েছে বলেই মনে করা হচ্ছে। অতীতে প্রধানমন্ত্রী মোদির অভিযোগ ছিল যে সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংকে নিয়ন্ত্রণ করতেন সাবেক ইউপিএ চেয়ারপার্সন সোনিয়া গান্ধি। সেই সূত্রেই তার ‘রিমোট কন্ট্রোল’ শব্দের ব্যবহার। তিনি আরো অভিযোগ করেন যে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে চালিত হন গান্ধী পরিবারের রিমোট-কন্ট্রোলে। মোদি আসলে বোঝাতে চেয়েছেন যে দেশবাসীই তার কাছে সবকিছু।

হাত শিবিরকে নিশানা করে প্রধানমন্ত্রী বলেন, কেন্দ্র আসামের কিংবদন্তি গায়ক পরলোকগত ভূপেন হাজারিকাকে ভারতরত্ন দেয়ার সিদ্ধান্ত নেয়ার পর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তাকে খাড়গে-র একটি মন্তব্য দেখিয়েছিলেন। প্রধানমন্ত্রী বলেন, ’যেদিন ভারত সরকার এই দেশের মহান পুত্র এবং আসামের গর্ব ভূপেন হাজারিকাকে ভারতরত্ন দিয়ে সম্মানিত করেছে, সেদিন কংগ্রেস সভাপতি বলেছিলেন যে- মোদি ‘গায়ক এবং নৃত্যশিল্পীদের’ এই পুরস্কার দিচ্ছেন।’

প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর কথা উল্লেখ করে মোদি বলেন, ১৯৬২ সালে ভারত-চীন যুদ্ধের পর দেশের প্রথম প্রধানমন্ত্রী বলেছিলেন যে ’উত্তর-পূর্বের জনগণের ক্ষত এখনো সেরে যায়নি। কংগ্রেসের বর্তমান প্রজন্ম সেই ক্ষতেই নুন ছিটিয়ে দিচ্ছে।’

বিজেপি শাসনের কথা তুলে ধরতে মোদি বলেন, ’কয়েক দশক ধরে কংগ্রেস আসাম শাসন করেছে। তবুও তারা ৬০ থেকে ৬৫ বছরে ব্রহ্মপুত্র নদীর উপর মাত্র তিনটি সেতু নির্মাণ করেছে। কিন্তু যখন আপনারা আমাদের সুযোগ দিয়েছেন, তখন আমরা মাত্র এক দশকে ছয়টি নতুন সেতু নির্মাণ করেছি। এটা স্বাভাবিক যে আপনি আমাদের প্রচেষ্টার প্রশংসা করবেন এবং আপনার সমর্থন দিয়ে আমাদের আশীর্বাদ করবেন।’

আসামের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় অনুপ্রবেশকে তুলে ধরে মোদি বলেন, কংগ্রেসের ’সবচেয়ে বড় লক্ষ্য ভোট ব্যাঙ্ক’ এবং তারা ’দেশকে নিয়ে কখনো চিন্তা করে না।’ তিনি বলেন, ’এখন কংগ্রেস দেশবিরোধী ও অনুপ্রবেশকারীদের রক্ষক হয়ে উঠেছে। কংগ্রেস যখন ক্ষমতায় ছিল, তখন তারা অনুপ্রবেশকে উৎসাহিত করেছিল এবং এখন তারা চায় অনুপ্রবেশকারীদের চিরতরে দেশে বসতি স্থাপন করুক এবং ভারতের ভবিষ্যৎ নির্ধারণ করুক।’

সূত্র : আজকাল