আফগানিস্তান-পাকিস্তান যুদ্ধবিরতিতে সম্মত

আফগানিস্তান ও পাকিস্তান ৪৮ ঘণ্টার অস্থায়ী যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে। আজ সন্ধ্যা ৬টার পর থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হবে।

নয়া দিগন্ত অনলাইন
আফগানিস্তান-পাকিস্তান পতাকা
আফগানিস্তান-পাকিস্তান পতাকা |সংগৃহীত

আফগানিস্তান ও পাকিস্তান ৪৮ ঘণ্টার অস্থায়ী যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে। আজ সন্ধ্যা ৬টার পর থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হবে। বুধবার (১৫ অক্টোবর) পাকিস্তানি গণমাধ্যম ডেইলি জংয়ের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধবিরতির সময় উভয় পক্ষ আলোচনার টেবিলে বসে উদ্ভূত সমস্যার ইতিবাচক সমাধানের পথ খুঁজবে।

তালেবানের মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদ বলেন, ইসলামিক আমিরাত (আফগানিস্তান) তার সব বাহিনীকে নির্দেশ দিয়েছে যেন তারা সন্ধ্যা সাড়ে ৫টার পর থেকে যুদ্ধবিরতি মেনে চলে। অন্য পক্ষ আক্রমণ না করা পর্যন্ত তারা এই নির্দেশনা মেনে চলবে।

উল্লেখ্য, বুধবার ভোরের দিকে সীমান্ত এলাকায় দুই দেশের পাল্টাপাল্টি হামলায় কয়েক ডজন মানুষের প্রাণহানির পর এই চুক্তি হয়েছে।

সূত্র : জং ও অন্যান্য