ভারতের কাশ্মিরে থানায় বিস্ফোরণে নিহত ৯

ভারতের কাশ্মিরের নওগাম থানায় জব্দ বিস্ফোরক পরীক্ষা করতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণে ৯ জন নিহত ও ২৭ জন আহত হয়েছেন, নিহতদের বেশিভাগই পুলিশ ও ফরেনসিক সদস্য।

নয়া দিগন্ত অনলাইন
ভারতের কাশ্মিরে থানায় বিস্ফোরণ
ভারতের কাশ্মিরে থানায় বিস্ফোরণ |সংগৃহীত

ভারত-শাসিত কাশ্মিরের একটি থানায় জব্দ করে রাখা বিস্ফোরক দ্রব্যের বিশাল ভাণ্ডরে ভয়াবহ বিস্ফোরণে নয়জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো ২৭ জন।

শুক্রবার দিবাগত রাতে শ্রীনগরের নওগাম থানায় জব্দকৃত বিস্ফোরকে এ বিস্ফোরণ ঘটে। দিল্লির লালকেল্লার কাছ থেকে উদ্ধার করা বিস্ফোরকগুলো সেখানে মজুত করা ছিল।

নিহতদের বেশিভাগ পুলিশ সদস্য এবং ফরেনসিক দলের সদস্য। থানায় মজুত করে রাখা বিস্ফোরক পরীক্ষা-নিরীক্ষার সময় এ ঘটনা ঘটে।

এ বিস্ফোরণে নয়জনের নিহতের তথ্য নিশ্চিত করেছে ইন্ডিয়ান এক্সপ্রেস। তবে এনডিটিভি জানিয়েছে, অন্তত সাতজন নিহত ও আরো ২৭ জন আহত হয়েছেন।

এনডিটিভি আরো জানিয়েছে, আহত পাঁচজনের অবস্থা গুরুতর হওয়ায় নিহতের সংখ্যা বাড়তে পারে। আহতদের সেনাবাহিনীর ৯২ ঘাঁটি হাসপাতাল এবং শের-ই-কাশ্মির ইনস্টিটিউট অব মেডিক্যাল সাইন্সে নিয়ে যাওয়া হয়েছে।

কিছু দিন আগেই হরিয়ানার ফরিদাবাদ এবং উত্তরপ্রদেশের সাহারানপুরে তল্লাশি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিস্ফোরক পদার্থ বাজেয়াপ্ত করেছিল জম্মু ও কাশ্মির পুলিশ। এসব অভিযান থেকে মোট ২৯০০ কেজি বিস্ফোরক উদ্ধার করা হয়েছিল। এতে ছিল বোমা তৈরির সরঞ্জাম এবং অস্ত্রশস্ত্র। শুধু ফরিদাবাদ থেকেই পুলিশ উদ্ধার করে ৩৬০ কেজি অ্যামোনিয়াম নাইট্রেট। পরীক্ষার জন্য তা কাশ্মিরে নিয়ে যাওয়া হয়েছিল। রাখা হয়েছিল নওগাম থানায়। সেখানেই বিস্ফোরণ ঘটেছে।