পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রথমবারের মতো দেশটির প্রতিরক্ষা বাহিনীর প্রধানের পদ সৃষ্টি করে এর দায়িত্ব দিয়েছেন বর্তমান সেনাপ্রধান আসিম মুনিরকে। শুক্রবার (৫ ডিসেম্বর) এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়।
দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের পরামর্শে প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এই নিয়োগ অনুমোদন করার একদিন পর এই প্রজ্ঞাপন জারি করা হয়।
বৃহস্পতিবার রাষ্ট্রপতি ভবন থেকে জারি করা এক বিবৃতিতে বলা হয়, ‘প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি পাঁচ বছরের জন্য সিওএএস হিসেবে ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনিরকে সিডিএফ হিসেবে নিয়োগের অনুমোদন দিয়েছেন।‘
মে মাসে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের বিজয়ের পর আসিম মুনিরকে ফিল্ড মার্শাল পদে পদোন্নতি দেয়া হয়েছিল। আইয়ুব খানের পর তিনিই পাকিস্তানের দ্বিতীয় ফিল্ড মার্শাল। আসিম মুনির একইসাথে পাঁচ বছরের জন্য সেনাপ্রধানের দায়িত্বও পালন করবেন।
এই পদক্ষেপকে পাকিস্তানের সামরিক নেতৃত্বে একটি উল্লেখযোগ্য অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে, যেখানে ফিল্ড মার্শাল মুনির সিডিএফ-এর নতুন প্রতিষ্ঠিত পদের দায়িত্ব গ্রহণ করেছেন।
একইসাথে, প্রতিরক্ষা মন্ত্রণালয় পাকিস্তান বিমান বাহিনীর (পিএএফ) প্রধান এয়ার চিফ মার্শাল জহির আহমেদ বাবর সিধুর চাকরির মেয়াদ দুই বছর বাড়িয়ে আরেকটি প্রজ্ঞাপন জারি করেছে। ২০২৬ সালের মার্চ মাসে তার চলমান পাঁচ বছরের মেয়াদ শেষ হওয়ার পর এটি কার্যকর হবে।
সূত্র : জিও নিউজ



