ভারতের তেলেঙ্গানা রাজ্যের মুখ্যমন্ত্রী এ রেভান্থ রেড্ডি হায়দরবাদের একটি প্রধান সড়কের নাম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে রাখার প্রস্তাব করেছেন। রাজ্যের আসন্ন আন্তর্জাতিক অনুষ্ঠান ‘তেলেঙ্গানা রাইজিং গ্লোবাল সামিট’-এর আগে বিশ্বব্যাপী মনোযোগ আকর্ষণের লক্ষ্যে এ পদক্ষেপ নেয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
শহরের মার্কিন কনস্যুলেট জেনারেলের পাশ দিয়ে যাওয়া গুরুত্বপূর্ণ সড়কটির নাম ‘ডোনাল্ড ট্রাম্প অ্যাভিনিউ’ রাখা হবে। কর্মকর্তাদের বিশ্বাস, যুক্তরাষ্ট্রের বাইরে কোনো ক্ষমতাসীন প্রেসিডেন্টকে সম্মান জানানোর ক্ষেত্রে এমন ঘটনা বিশ্বে প্রথম।
তবে রাজ্য সরকারের এই নামকরণের প্রক্রিয়া শুধু রাজনৈতিক ব্যক্তিদের মধ্যেই সীমাবদ্ধ নেই। হায়দরাবাদকে প্রযুক্তির কেন্দ্র হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে অবদান রাখা বিশ্বব্যাপী ব্যবসায়ী ও প্রযুক্তি খাতের অগ্রদূতদের সম্মান জানানো হয়েছে। তালিকায় আরেকটি প্রধান সড়কের নাম ‘গুগল স্ট্রিট’ রাখা হয়েছে, যা এই অঞ্চলে বৈশ্বিক প্রযুক্তি সংস্থাটির গুরুত্বপূর্ণ উপস্থিতি ও বিনিয়োগকে স্বীকৃতি দেবে।
তালিকায় আরেকটি প্রধান সড়কের নাম ‘গুগল স্ট্রিট’ রাখা হয়েছে, যা এই অঞ্চলে বৈশ্বিক প্রযুক্তি সংস্থাটির গুরুত্বপূর্ণ উপস্থিতি ও বিনিয়োগকে স্বীকৃতি দেবে। বিবেচনাধীন অন্যান্য বৈশ্বিক নামগুলোর মধ্যে রয়েছে ‘মাইক্রোসফট রোড’ ও ‘উইপ্রো জংশন’।
মুখ্যমন্ত্রী রেড্ডি বলেন, বিশ্বব্যাপী প্রভাবশালী ব্যক্তিত্ব ও প্রধান করপোরেশনের নামে রাস্তার নামকরণের দুটি উদ্দেশ্য রয়েছে- এটি ব্যক্তি বা প্রতিষ্ঠানকে উপযুক্ত শ্রদ্ধা জানাবে, যাত্রীদের অনুপ্রেরণা জোগাবে এবং হায়দরাবাদকে বিশ্ব স্বীকৃতির একটি উচ্চ স্তরে উন্নীত করবে।
তবে কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা বান্দি সঞ্জয় কুমার মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডির সমালোচনা করে বলেন, হায়দরোবাদের নাম পরিবর্তন করে ‘ভাগ্যনগরে ফিরিয়ে আনা’ উচিত।
তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া বার্তায় বলেন, ‘যদি কংগ্রেস সরকার নাম পরিবর্তন করতে এতই আগ্রহী হয়, তাহলে তাদের এমন কিছু দিয়ে শুরু করা উচিত যার সত্যিকারের ইতিহাস ও অর্থ রয়েছে।’
সূত্র : এনডিটিভি



