বাংলাদেশে হামলার উস্কানি বিহার মুখ্যমন্ত্রীর

বাংলাদেশে হামলার জন্য উস্কানি দিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।

নয়া দিগন্ত অনলাইন
আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা |সংগৃহীত

বাংলাদেশে হামলার জন্য উস্কানি দিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেছেন, ‘বাংলাদেশের সাথে কূটনীতির সময় এখন শেষ হওয়ার দ্বারপ্রান্তে। প্রতিবেশী দেশের সঙ্কটের স্থায়ী সমাধান কেবল ‘অস্ত্রোপচারের’ মাধ্যমেই সম্ভব।’

তিনি আরো বলেন, বর্তমান পরিস্থিতি ভারতের উত্তর-পূর্বাঞ্চল, বিশেষ করে আসামের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে।

নিউজ১৮-এর ‘রাইজিং আসাম কনক্লেভ’-এ বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী শিলিগুড়ি করিডোরকে ভারতের সবচেয়ে বড় কৌশলগত উদ্বেগ হিসেবে বর্ণনা করেছেন। একে ‘চিকেন নেক‘ নামেও ডাকা হয়। এই সঙ্কীর্ণ করিডোরটি উত্তর-পূর্বাঞ্চলকে দেশের বাকি অংশের সাথে সংযুক্ত করে। এর উভয় পাশে বাংলাদেশ ও নেপাল অবস্থিত। এ নিয়ে হিমন্ত বলেন, ‘এই অঞ্চলকে সুরক্ষিত করার জন্য ভারতকে একদিন ২০-২২ কিলোমিটার জমি নিতে হতে পারে। তা কূটনৈতিক বা জোরজবরদস্তির মাধ্যমেই হোক।‘

হিমন্ত বিশ্ব শর্মা ‘চিকেন নেক‘কে একটি ‘অসম্পূর্ণ এজেন্ডা‘ হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, সময় ও পদ্ধতি কেন্দ্রীয় সরকার স্থির করবে... তবে এক্ষেত্রে ধৈর্য ধরার প্রয়োজন রয়েছে।‘

সূত্র : হিন্দুস্তান টাইমস