আফগান-পাকিস্তান সীমান্তে নতুন সঙ্ঘর্ষে হতাহত ৮

আফগানিস্তান ও পাকিস্তানের সীমান্তে চরম উত্তেজনার মধ্য দিয়ে শুক্রবার রাতে এক রক্তক্ষয়ী সঙ্ঘর্ষে চারজন নিহত ও আরো চারজন আহত হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
আবারো আফগান-পাকিস্তান সঙ্ঘর্ষ শুরু হয়েছে।
আবারো আফগান-পাকিস্তান সঙ্ঘর্ষ শুরু হয়েছে। |বাসস

আফগানিস্তান ও পাকিস্তানের সীমান্তে চরম উত্তেজনার মধ্য দিয়ে শুক্রবার রাতে এক রক্তক্ষয়ী সঙ্ঘর্ষে চারজন নিহত ও আরো চারজন আহত হয়েছে। আফগান কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর জানানো হয়েছে।

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় স্পিন বোল্ডক জেলার গভর্নর আবদুল করিম জাহাদ বলেন, পাকিস্তানের সীমান্ত শহর চামানের স্থানীয় হাসপাতালে আহতদের মধ্যে তিনজনকে চিকিৎসা দেয়ার পর হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে।

সীমান্তে সঙ্ঘটিত এই সঙ্ঘর্ষে উভয় পক্ষই একে ‘বিনা উস্কানিতে হামলা’ হিসেবে পরস্পরের বিরুদ্ধে অভিযোগ করেছে।

অক্টোবরের প্রতিবেশী দেশ দু’টির মধ্যে রক্তক্ষয়ী সঙ্ঘর্ষের পর চুক্তি স্বাক্ষরিত হয়েছিল।

সীমান্তবর্তী আফগান নাগরিকদের মতে, সঙ্ঘর্ষ স্থানীয় সময় প্রায় রাত ১০টা ৩০ মিনিট নাগাদ শুরু হয় এবং দুই ঘণ্টা পর্যন্ত চলে। আফগান কর্মকর্তারা জানান, পাকিস্তানের বাহিনী হালকা ও ভারী অস্ত্র ও মর্টার ব্যবহার করেছে, যার কারণে নাগরিকদের বাড়িঘরও ক্ষতিগ্রস্ত হয়েছে।

আফগানিস্তান ও পাকিস্তান সীমান্তে উত্তেজনা ২০২১ সালে তালেবানদের ক্ষমতায় ফেরার পর থেকে বাড়ছে। সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা সঙ্কট থাকায় স্থানীয় ও আন্তর্জাতিক সহায়তা কার্যক্রম ঝুঁকির মুখে পড়েছে।

পাকিস্তান জানিয়েছে, সাহায্য সরবরাহ ও সামরিক সঙ্ঘর্ষ আলাদা বিষয়।

সূত্র : এএফপি/বাসস