জরুরি অবস্থা ঘোষণা শ্রীলঙ্কার

ঘূর্ণিঝড় ‘দিতওয়া’র প্রভাবে টানা প্রবল বর্ষণে শ্রীলঙ্কাজুড়ে শতাধিক প্রাণহানির ঘটনায় দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
ঘূর্ণিঝড় ‘দিতওয়া’র প্রভাবে টানা প্রবল বর্ষণে শ্রীলঙ্কাজুড়ে শতাধিক প্রাণহানি ঘটেছে।
ঘূর্ণিঝড় ‘দিতওয়া’র প্রভাবে টানা প্রবল বর্ষণে শ্রীলঙ্কাজুড়ে শতাধিক প্রাণহানি ঘটেছে। |সিনহুয়া

ঘূর্ণিঝড় ‘দিতওয়া’র প্রভাবে টানা প্রবল বর্ষণে শ্রীলঙ্কাজুড়ে শতাধিক প্রাণহানির ঘটনায় দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। জনসাধারণের নিরাপত্তা, জাতীয় স্থিতিশীলতা ও দ্রুত দুর্যোগ কাটিয়ে ওঠার জন্য এমন পদক্ষেপ নিয়েছে দেশটি।

শনিবার জারি করা এক অধ্যাদেশের অধীনে জরুরি অবস্থা ঘোষণা করা হয়। একইসাথে প্রাকৃতিক এই বিপর্যয়কর কাটিয়ে ওঠার জন্য আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকে।

স্থানীয় পুলিশ জানিয়েছে, পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) সরাসরি তত্ত্বাবধানে পুলিশ সদর দফতরে একটি বিশেষ অপারেশন ইউনিট প্রতিষ্ঠা করা হয়েছে। ইউনিটটি জনসাধারণের সহায়তায় ল্যান্ডলাইন ও হোয়াটসঅ্যাপ হটলাইন চালু করেছে।

দেশব্যাপী পুলিশ কর্মকর্তাদের নিজ নিজ বিভাগের আবহাওয়া-সম্পর্কিত জরুরি অবস্থা নিয়ন্ত্রণের জন্য বিশেষ অপারেশন সেল গঠন করা হয়েছে। নৌকা, ডাইভিং সরঞ্জাম ও অন্যান্য উদ্ধারসামগ্রী তাৎক্ষণিকভাবে মোতায়েনের জন্য প্রস্তুত রাখা হয়েছে। পুলিশ জানিয়েছে, দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র, সশস্ত্র বাহিনী এবং অন্যান্য সংস্থাগুলোকে একটি যৌথ জরুরি কার্যক্রম কাঠামোর মধ্যে আনা হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, বাস্তুচ্যুত পরিবারের বাড়িঘর ও জিনিসপত্র রক্ষার জন্য অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা বাস্তবায়ন করা হয়েছে। অস্থায়ী আশ্রয়কেন্দ্রে বসবাসকারী ব্যক্তিদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করার জন্য পুলিশ বিভাগগুলোকেও নির্দেশ দেয়া হয়েছে।

এদিকে, ইমিগ্রেশন ও অভিবাসন বিভাগ ফ্লাইট বাতিল এবং আবহাওয়াজনিত ভ্রমণ ব্যাঘাতের কারণে আটকে পড়া বিদেশী নাগরিকদের জন্য বিশেষ ভিসা ব্যবস্থা চালু করেছে। ২৮ নভেম্বর বা তার পরের ভিসা সম্প্রসারণ ফি এবং অতিরিক্ত সময় ধরে থাকার জরিমানা থেকে অব্যাহতি দেয়া হবে। পর্যটন, ব্যবসা ও আবাসিক ভিসাধারীদের সম্প্রসারণ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য সাত দিনের গ্রেস পিরিয়ড দেয়া হয়েছে।

উল্লেখ্য, শ্রীলঙ্কাজুড়ে ব্যাপক বৃষ্টিপাত ও বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৩২ জনে পৌঁছেছে। এছাড়া এই ঘটনায় নিখোঁজ রয়েছেন আরো ১৭৬ জন। সরকার প্রাকৃতিক এই বিপর্যয় মোকাবিলায় শনিবার দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেছে।

সূত্র : সিনহুয়া