প্রধানমন্ত্রী শর্মার পদত্যাগপত্র গ্রহণ করেছেন নেপালের রাষ্ট্রপতি

তবে নতুন সরকার দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত তাকে কার্যক্রম চালিয়ে যেতে বলা হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
কেপি শর্মা ওলি
কেপি শর্মা ওলি |সংগৃহীত

নেপালের প্রধানমন্ত্রী পদ থেকে কেপি শর্মা ওলির পদত্যাগের পত্র গ্রহণ করেছেন দেশটির রাষ্ট্রপতি রাম চন্দ্র পোউডে।

তবে নতুন সরকার দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত তাকে কার্যক্রম চালিয়ে যেতে বলা হয়েছে।

‘সংবিধানের সাথে সামঞ্জস্য রেখে তার পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। পরবর্তী ব্যবস্থা না হওয়া পর্যন্ত তাকে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পালন করে যেতে বলা হয়েছে,’ বিবিসিকে জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেস উপদেষ্টা কিরান পোখেরাই।

সংবিধানের সালে মিল রেখে পরবর্তী ব্যবস্থা গ্রহণের বিষয়ে প্রেসিডেন্ট এর মধ্যেই আলোচনা শুরু করেছেন বলে তিনি জানিয়েছেন।

সূত্র : বিবিসি