আফগানিস্তানের পূর্বাঞ্চলে বিমান হামলায় ১০ জন নিহত হয়েছে। এ ঘটনায় তালেবান সরকার পাকিস্তানকে দায়ী করলেও, ইসলামাবাদ এ অভিযোগ নাকচ করেছে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) আফগান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দাবি করেছেন, আফগানিস্তানের পূর্বাঞ্চলের তিনটি প্রদেশে পাকিস্তান হামলা চালিয়েছে। হামলায় এক নারীসহ নয় শিশু নিহত হয়েছে। কুনার ও পাকতিয়া প্রদেশে হামলায় আরো চারজন আহত হয়েছে।
মুজাহিদ এ আক্রমণকে নৃশংস উল্লেখ করে একে আফগান ভূখণ্ডের ওপর হুমকি হিসেবে মন্তব্য করেন। এই হামলার জন্য পাকিস্তানকে সঠিক সময়ে জবাব দেয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
এদিকে, রাওয়ালপিণ্ডির গ্যারিসন শহরে সংবাদ সম্মেলনে পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র আহমদ শরিফ চৌধুরী হামলায় সংশ্লিষ্ঠতার অভিযোগ অস্বীকার করে বলেন, পাকিস্তান কখনো সাধারণ জনগণের ওপর হামলা করে না। দেশে সহিংসতা বৃদ্ধির জন্য দায়ী পাকিস্তানের তালেবানদের টার্গেট করে এ অভিযান শুরু হয়েছিল বলে জানান তিনি।
এর আগে, চলতি বছরের অক্টোবরে কাতার ও তুরস্কের মধ্যস্ততায় দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয়। এরপরও দুই দেশের মধ্যে হামলা-পাল্টা হামলা অব্যাহত রয়েছে। কাতার ও তুরস্ক এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি।
সূত্র : ইউএনবি



