আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে শুক্রবার (১৯ ডিসেম্বর) ভোরে ৫.৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস এ তথ্য জানিয়েছে।
ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল উত্তরাঞ্চলীয় কুন্দুজ শহর থেকে ৬১ কিলোমিটার (৩৮ মাইল) দূরে এবং ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার (৬.২ মাইল) গভীরে। তবে তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
এর আগে, গত মাসে আফগানিস্তানের উত্তরাঞ্চলে বালখ, সামাঙ্গান, সার-ই-পুল, বাগলান ও কুন্দুজে ৬.৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে কমপক্ষে ২৭ জন নিহত ও ৯৫৬ জন আহত হন।
তারও আগে, আগস্ট মাসে আফগানিস্তানের পূর্বাঞ্চলে একটি ভূমিকম্প আঘাত হানে। এতে দুই হাজার ২০০ জনেরও বেশি নিহত এবং প্রায় চার হাজার মানুষ আহত হয়। ওই ভূমিকম্পে কুনার প্রদেশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
সূত্র : আনাদোলু অ্যাজেন্সি



