বাণিজ্য, জ্বালানি ও প্রতিরক্ষা নিয়ে ট্রাম্প-মোদির ফোনালাপ

মোদি ও ট্রাম্প উভয়ই চ্যালেঞ্জ মোকাবেলা এবং অভিন্ন স্বার্থকে এগিয়ে নিতে ঘনিষ্ঠভাবে কাজ করতে সম্মত হয়েছেন।

নয়া দিগন্ত অনলাইন
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প |সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ফোনে কথা বলেছেন এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা প্রসারের বিষয়ে আলোচনা করেছেন। দুই দেশের মধ্যে আসন্ন বাণিজ্য চুক্তি নিয়ে জোর জল্পনার মধ্যেই তাদের কথোপকথন হলো।

এক বিবৃতিতে বলা হয়েছে, দুই নেতা ভারত-যুক্তরাষ্ট্রের অংশীদারিত্বের অগ্রগতি পর্যালোচনা করেছেন এবং বাণিজ্য, প্রযুক্তি, জ্বালানি, প্রতিরক্ষা ও নিরাপত্তাসহ গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলোচনা করেছেন।

এতে আরো বলা হয়েছে, উভয় নেতাই বিভিন্ন ক্ষেত্রে ‘দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারকরণে’ সন্তোষ প্রকাশ করেছেন। বিশেষভাবে বাণিজ্যের কথা উল্লেখ করে বলা হয়, তারা দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে যৌথ প্রচেষ্টার গতি ধরে রাখার গুরুত্বের ওপর জোর দিয়েছেন।

বিবৃতিতে বলা হয়, মোদি ও ট্রাম্প উভয়ই চ্যালেঞ্জ মোকাবেলা এবং অভিন্ন স্বার্থকে এগিয়ে নিতে ঘনিষ্ঠভাবে কাজ করতে সম্মত হয়েছেন। নেতারা গুরুত্বপূর্ণ প্রযুক্তি, জ্বালানি, প্রতিরক্ষা ও নিরাপত্তা এবং অন্যান্য অগ্রাধিকারমূলক ক্ষেত্রে সহযোগিতা প্রসারের বিষয়েও মতবিনিময় করেছেন।

নরেন্দ্র মোদিও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক বার্তায় ট্রাম্পের সাথে ফোনালাপ বিষয়টি জানান। তিনি তাদের কথোপকথনকে উষ্ণ বলে অভিহিত করলেও বাণিজ্যের প্রসঙ্গ তোলেননি।

বৃহস্পতিবারের ফোনালাপটি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভারত সফরের কয়েকদিন পর হলো। পুতিনের সফরের সময় রাশিয়ার সাথে ভারতের বেশ কয়েকটি চুক্তিও স্বাক্ষর হয়েছিল।

সূত্র : এনডিটিভি