পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে মোবাইল থেকে টিকটক অ্যাকাউন্ট ডিলিট না করায় মেয়েকে হত্যা করেছেন তার বাবা। বুধবার (৯ জুলাই) জিও নিউজ বিষয়টি নিশ্চিত করেছে।
দেশটির পুলিশ সূত্রে সংবাদমাধ্যমটি জানায়, ঘট্নাটি ঘটেছে রাওয়ালপিন্ডির রাওয়াত থানায়। ১৬ বছর বয়সী মেয়েকে হত্যার পর তার পরিবার ঘটনাটি আত্মহত্যার দিকে প্রবাহিত করার চেষ্টা করেছিল, কিন্তু পুলিশি তদন্তে স্পষ্ট হয় যে, মেয়েটি আত্মহত্যা করেনি; বরং তাকে হত্যা করা হয়েছে।
পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে জানা গেছে যে, বাবা তার মেয়েকে গুলি করে হত্যা করেছেন এবং এরপর বাড়ি থেকে পালিয়ে আত্মগোপনে রয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহের পর তদন্ত করলে হত্যার বিষয়টি উঠে আসে।
হত্যার এফআইআরে বলা হয়েছে, বাবা তার মেয়ের মোবাইল থেকে টিকটক অ্যাকাউন্ট ডিলিট করতে বলেছিলেন, কিন্তু মেয়ে বাবার কথা অমান্য করায় তাকে হত্যা করা হয়েছে।
সূত্র : জিও নিউজ