ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভারত সফর আবারো স্থগিত করা হয়েছে। চলতি বছরের শেষের দিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে তার সাক্ষাৎ করার কথা ছিল।
ইসরাইলি সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে, নয়াদিল্লিতে দুই সপ্তাহ আগে এক ভয়াবহ হামলার পর নিরাপত্তাজনিত কারণে এই সফর স্থগিত করা হয়েছে। ওই হামলায় কমপক্ষে ১৫ জন নিহত এবং কয়েক ডজন আহত হয়েছেন।
মঙ্গলবার (২৫ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।
একাধিক সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম আই২৪নিউজ জানিয়েছে, নেতানিয়াহু ২০১৮ সালে শেষবার ভারত সফর করেছিলেন। এবারও প্রধানমন্ত্রী মোদির সাথে বৈঠকের জন্য তার ভারত সফরের কথা ছিল। কিন্তু নতুন করে নিরাপত্তা মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত নেতানিয়াহুর ভারত সফর আগামী বছরে পিছিয়ে যেতে পারে।
এর আগে বলা হয়েছিল, চলতি বছর শেষের আগেই তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে বৈঠক করতে নয়াদিল্লি সফর করবেন। তবে এ বছর এ নিয়ে তৃতীয়বারের মতো ভারত সফরের পরিকল্পনা বাতিল করলেন ইসরাইলি প্রধানমন্ত্রী।
এর আগে গত ৯ সেপ্টেম্বর ভারতে আসার কথা থাকলেও তা স্থগিত করেন নেতানিয়াহু। তখন তিনি ইসরাইলে ১৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত পুনর্নির্বাচনের ব্যস্ততাকে কারণ হিসেবে উল্লেখ করেছিলেন। এপ্রিলে নির্বাচনের আগেও তিনি ভারত সফর বাতিল করেছিলেন।



