শ্রীলঙ্কায় বন্যা ও ভূমিধসে নিহত বেড়ে ৪০

গত সপ্তাহ থেকে শ্রীলঙ্কায় তীব্র আবহাওয়া শুরু হয়েছে। সপ্তাহান্তে মুষলধারে বৃষ্টিপাতের ফলে পরিস্থিতি আরো খারাপ হয়েছে, যার ফলে ঘরবাড়ি, মাঠ ও রাস্তাঘাট প্লাবিত হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
শ্রীলঙ্কার পুত্তালামে প্রবল বষর্ণে রাস্তাঘাট ডুবে গেছে
শ্রীলঙ্কার পুত্তালামে প্রবল বষর্ণে রাস্তাঘাট ডুবে গেছে |সংগৃহীত

শ্রীলঙ্কায় ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে ৪০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, কর্তৃপক্ষ দেশের কিছু অংশে যাত্রীবাহী ট্রেনের পাশাপাশি রাস্তাও বন্ধ করে দিয়েছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র জানিয়েছে, রাজধানী কলম্বো থেকে প্রায় ৩০০ কিলোমিটার পূর্বে শ্রীলঙ্কার মধ্যাঞ্চলে বাদুল্লা ও নুওয়ারা এলিয়া পাহাড়ি চা উৎপাদনকারী অঞ্চলে ২৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

ব্যবস্থাপনা কেন্দ্র আরো জানিয়েছে, একই এলাকায় ভূমিধসের কারণে আরো ২১ জন নিখোঁজ এবং ১০ জন আহত হয়েছেন।

গত সপ্তাহ থেকে শ্রীলঙ্কায় তীব্র আবহাওয়া শুরু হয়েছে। সপ্তাহান্তে মুষলধারে বৃষ্টিপাতের ফলে পরিস্থিতি আরো খারাপ হয়েছে, যার ফলে ঘরবাড়ি, মাঠ ও রাস্তাঘাট প্লাবিত হয়েছে।

এছাড়াও জলাধার ও নদীগুলো উপচে পড়ায় রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে। কর্মকর্তারা জানিয়েছেন, প্রদেশগুলোকে সংযুক্তকারী কিছু গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ করে দেয়া হয়েছে।

এদিকে পাহাড়ি অঞ্চলের কিছু এলাকায় রেললাইনে পাথর, কাদা ও গাছ পড়ার পর কর্তৃপক্ষ ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছে। স্থানীয় টেলিভিশনে দেখা গেছে, শ্রমিকরা ধ্বংসাবশেষ অপসারণ করছেন। কিছু এলাকায় বন্যার কারণে রেললাইন প্লাবিত হয়েছে।

সূত্র : আল জাজিরা