পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি শনিবার (২৭ সেপ্টেম্বর) জানিয়েছেন, চলতি মাসের শুরুতে ইয়েমেনের বন্দরে নোঙ্গর করা একটি তরল জ্বালানি (এলপিজি) ট্যাঙ্কারে ইসরাইল ড্রোন হামলা চালিয়েছে। সে সময় জাহাজটিতে ২৪ জন পাকিস্তানিসহ ২৭ জন ক্রু সদস্য অবস্থান করছিলেন।
তবে জাহাজে থাকা পাকিস্তানিরা নিরাপদে আছেন এবং ইয়েমেনের জলসীমা থেকে বেরিয়ে এসেছেন বলে জানিয়েছে পররাষ্ট্র দফতর।
মহসিন নাকভি সামাজিকে যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক বার্তায় বলেন, ১৭ সেপ্টেম্বর ইয়েমেনের রাস ইসা বন্দরে নোঙর করা অবস্থায় জাহাজটিতে হামলা চালানো হয়। বন্দরটি হাউছি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে রয়েছে। পাকিস্তানি ছাড়াও জাহাজটিতে দু’জন শ্রীলঙ্কান ও একজন নেপালি ক্রু ছিলেন। জাহাজের ক্যাপ্টেন পাকিস্তানি ছিলেন।
তিনি আরো বলেন, ‘হামলার পর জাহাজটির একটি এলপিজি ট্যাঙ্ক বিস্ফোরিত হয়। তবে ক্রু সদস্যরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। হাউছি বিদ্রোহীরা জাহাজটিকে থামিয়ে ক্রুদের আটক করলেও পরে তাদের ছেড়ে দেয়া হয়। বর্তমানে জাহাজটি ইয়েমেনি জলসীমার বাইরে রয়েছে।’
গাজা সংঘাত শুরুর পর থেকে ইসরাইল হাউছিদের লক্ষ্যবস্তুতে বারবার হামলা চালিয়েছে। ইরান-সমর্থিত হাউছি বিদ্রোহীরাও ফিলিস্তিনিদের সাথে সংহতি প্রকাশ করে ইসরায়েল এবং লোহিত সাগরের জাহাজগুরোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করে আসছে।
সূত্র : ডন