ভারতের গুজরাটে মাহি নদীর উপর নির্মিত সেতু ভেঙে পড়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৫ জনে দাঁড়িয়েছে।
গুজরাটের ভদোদরা জেলার উপকণ্ঠে ওই নদীর উপর নির্মিত গম্ভীরা সেতুর একাংশ বুধবার সকালে হঠাৎ ভেঙ্গে পড়ে। সেই সময় সেতুতে যানবাহন চলাচল করছিল। সেতুর একাংশ ভেঙ্গে পড়ায় একাধিক যানবাহন নদীতে পড়ে যায়।
দ্রুত উদ্ধারের কাজ শুরু হলেও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বৃহস্পতিবার জানানো হয়েছে, এই ঘটনায় নিহতের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। কয়েকজন এখনো নিখোঁজ রয়েছেন।
ভদোদরার কালেক্টর অনিল ধামেলিয়া সাংবাদিকদের বলেন, ‘আজ আরো তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। এখনো পর্যন্ত নিহতের সংখ্যা ১৫ জন। চারজন এখনো নিখোঁজ রয়েছেন।’
তিনি বলেন, ‘জাতীয় ও রাজ্য বিপর্যয় মোকাবেলা বাহিনী এখনো কাজ করছে। বৃষ্টি হওয়ায় নদীতে পানির স্তর বেড়েছে কিন্তু আমরা তৎপরতার সাথে কাজ চালাচ্ছি।’
দুর্ঘটনার কারণ খুঁজতে স্থানীয় প্রশাসনকে সেতু বিশেষজ্ঞ ও কারিগরি বিশেষজ্ঞদের কাছ থেকে সহায়তা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
সূত্র : বিবিসি