আফগানিস্তানে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৯০০

এছাড়াও ভূমিকম্পে আহত হয়েছে তিন হাজারের বেশি। উদ্ধারকাজ এখনো চলমান থাকায় হতাহতের সংখ্যা আরো বাড়ার আশঙ্কা করছে দেশটির প্রশাসন।

নয়া দিগন্ত অনলাইন
আহতদের হেলিকপ্টারে করে নিয়ে যাচ্ছেন আফগান স্বেচ্ছাসেবক ও তালেবান নিরাপত্তা কর্মীরা
আহতদের হেলিকপ্টারে করে নিয়ে যাচ্ছেন আফগান স্বেচ্ছাসেবক ও তালেবান নিরাপত্তা কর্মীরা |সংগৃহীত

আফগানিস্তানের পূর্বাঞ্চলে ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৯০০ জনে দাঁড়িয়েছে। আহতের সংখ্যাও ছাড়িয়েছে তিন হাজার। উদ্ধারকাজ এখনো চলমান থাকায় হতাহতের সংখ্যা আরো বাড়ার আশঙ্কা করছে দেশটির প্রশাসন।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মুখপাত্র ইউসুফ হাম্মাদ।

তিনি বলেন, আহতদের সরিয়ে নেয়া হচ্ছে। তাই এই সংখ্যা উল্লেখযোগ্যভাবে পরিবর্তিত হতে পারে।

ইউসুফ হাম্মাদ আরো জানান, ভূমিকম্পে কিছু এলাকায় ভূমিধস হয়ে সড়ক বন্ধ হয়ে গিয়েছিল। সেগুলো আবার খুলে দেয়া হয়েছে। দুর্গম এলাকায় পৌঁছানের জন্য বাকি সড়কগুলোও খুলে দেয়া হবে।

এর আগে, রোববার রাতে আফগানিস্তানে ৬ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। এতে কুনার প্রদেশেই সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে বলে জানান ইউসুফ হাম্মাদ। দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় আহতদের হাসপাতালে নেয়ার জন্য হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে বলেও জানান তিনি।

ত্রাণ সংস্থাগুলো বলছে, দুর্গম ভূপ্রকৃতি ও ভেঙে যাওয়া সড়কের কারণে তাদের দলগুলো অনেক জায়গায় হেঁটে পৌঁছাতে বাধ্য হচ্ছে।

এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানান কাবুলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র শরাফাত জামান। তিনি দ্য গার্ডিয়ানকে বলেন, ভূমিকম্পটি যে ভয়াবহ ধ্বংসযজ্ঞ ঘটিয়েছে, তা মোকাবেলায় বাইরের সহায়তা জরুরি।

এদিকে সোমবার ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য জরুরি সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। তবে তালেবানের প্রশাসনের মাধ্যমে নয়, বরং বিভিন্ন সংস্থার মাধ্যমে সহায়তা পৌঁছে দেওয়া হবে জানিয়েছে ব্রিটিশ সরকার।

আফগানিস্তানের প্রয়োজন ও নিজেদের সামর্থ্য অনুযায়ী দুর্যোগ মোকাবেলায় সহায়তা দিতে চীনও প্রস্তুত রয়েছে বলে জানান দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র। অন্যদিকে, ভারত এক হাজার পরিবারের জন্য তাঁবু সরবরাহ করেছে এবং কুনার প্রদেশে ১৫ টন খাদ্যসামগ্রী পাঠিয়েছে।

সূত্র : ইউএনবি