এসআইআর ইস্যুতে বাংলা দখলের স্বপ্ন দেখছে বিজেপি, এমন অভিযোগ আগেই করেছেন তৃণমূলনেত্রী মমতা ব্যানার্জি। সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দলের বিএলএ ও বিএলএ-২দের বৈঠক থেকে আরো এক ধাপ এগিয়ে সরাসরি দিল্লি দখলের ডাক দিলেন তিনি। স্পষ্ট হুঁশিয়ারি, ‘যতই করুন এসআইআর, বাংলা হবে না আপনাদের। এবার ওদের দিল্লি কেড়ে নেব!’
বক্তব্যের শুরু থেকেই আত্মবিশ্বাসী মমতা বলেন, এসআইআর করে ভোটার বাদ দেয়ার মাধ্যমে বিজেপি ও কমিশন বাংলাকে দখল করতে চাইছে। কিন্তু সেই চেষ্টা ব্যর্থ হবে। তার কথায়, ‘কমিশন ভাবে কী? ভোটার বাদ দিয়ে আমাদের বাদ দেবে? মানুষই আপনাদের বাদ দিয়ে দেবে।’
বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের রণকৌশলও স্পষ্ট করে দেন মুখ্যমন্ত্রী। কর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘লড়াই করে ওদের ক্লান্ত করে দিতে হবে। কারণ ওরা মাঠে নামে না, ওরা থাকে টিভির পর্দায়। আর আমরা থাকি মানুষের মধ্যে।’ সেইসাথে কটাক্ষ ছুড়ে যোগ করেন, ‘ওরা থাকুক দেয়ালে, তৃণমূল থাকুক খেয়ালে!’
এদিনের বক্তব্যে ছিল একের পর এক রাজনৈতিক হুঁশিয়ারি। বিজেপিকে রুখতে কর্মীদের প্রাণপণ লড়াইয়ের ডাক দিয়ে মমতা বলেন, ‘প্রাণ দিয়ে, জীবন দিয়ে বিজেপিকে রুখতে হবে। আমি বিশ্বাস করি, নেতারা পারবে না। কর্মীরা পারবে। এই লড়াই আমাদের বাঁচার লড়াই। এ লড়াই আমাদের জিততেই হবে।’
২০২৬-এর বিধানসভা নির্বাচনকে কার্যত বিজেপির ‘শেষ অধ্যায়’ বলে ঘোষণা করেন তৃণমূলনেত্রী। তার কণ্ঠে স্পষ্ট বার্তা, ‘২৬-এর নির্বাচন হবে বিজেপির বিসর্জন। বিজেপির দালালদের বিসর্জন। বিজেপিকে জিরো করে দিতে হবে।’
একইসাথে মতুয়া, তপসিলি ও সংখ্যালঘু সম্প্রদায়ের উদ্দেশেও আশ্বাসের বার্তা দেন মুখ্যমন্ত্রী। ভয় না পাওয়ার আহ্বান জানিয়ে বলেন, ওরা টাকা দিয়ে আপনাদের ভাগ করতে চাইছে। ওদের টোপে পা দেবেন না।
ইনডোরের সভা থেকে তাই শুধু বিজেপি নয়, কমিশনকেও নিশানা করে একপ্রকার যুদ্ধঘোষণাই করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়—বার্তা একটাই, বাংলা নয়, এবার লক্ষ্য দিল্লি।
সূত্র : দ্য ওয়াল



