ভারতে মসজিদসহ মুসলিমদের ৮১ স্থাপনা গুঁড়িয়ে দিচ্ছে প্রশাসন

ভারতের উত্তর প্রদেশের হাতিম এলাকায় একটি মসজিদসহ মোট ৮১টি মুসলিম বাড়ি গুঁড়িয়ে দেয়ার প্রস্তুতি নিচ্ছে যোগী আদিত্যনাথের প্রশাসন।

নয়া দিগন্ত অনলাইন

ভারতের উত্তর প্রদেশের হাতিম এলাকায় একটি মসজিদসহ মোট ৮১টি মুসলিম বাড়ি গুঁড়িয়ে দেয়ার প্রস্তুতি নিচ্ছে যোগী আদিত্যনাথের প্রশাসন। মঙ্গলবার (৭ অক্টোবর) ইটিভি ভারতের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর প্রদেশের সম্ভল জেলার সদরে তাহসিল এলাকার হাতিম সারায়ি গ্রামে ৮১টি মুসলিম বাড়িঘর গুঁড়িয়ে দেয়ার প্রস্তুতি নিচ্ছে প্রশাসন। ইতোমধ্যে সংশ্লিষ্ট বাড়িগুলোর মালিকদের নোটিশ দেয়া হয়েছিল বলে দাবি করা হয়েছে।

সাম্ভল জেলাপ্রশাসন জানিয়েছে, কিছু বাড়ির মালিককে ২৬ সেপ্টেম্বর নোটিশ দেয়া হয়েছিল। আর মসজিদসহ কিছু বাড়িকে ৩০ সেপ্টেম্বর নোটিশ দেয়া হয়েছিল। এরপর প্রশাসন তাদেরকে ১৫ দিনের মধ্যে বৈধ কাগজপত্র দেখাতে বলেছিল। একইসাথে জানিয়েছিল যে যদি এই সময়ে পর্যাপ্ত দলিল-প্রমাণ হাজির করতে না পারে, তাহলে বুলডোজার চালিয়ে ঘরবাড়ি ভেঙ্গে দেয়া হবে।

প্রশাসন জানিয়েছে, তাদেরকে ১৫ দিনের সময় দেয়া হয়েছে। এখনো কোনো জবাব তারা দেয়নি। যদি নির্ধারিত সময়ের মধ্যে জবাব দিতে না পারে, তাহলে বুলডোজার চালিয়ে তাদের ঘরবাড়ি ভেঙ্গে দেয়া হবে।

সূত্র : ইটিভি ভারত