ভারতের রাজস্থানে বাসে আগুন লেগে নিহত ২০

বাসটি জয়সলমীর-যোধপুর মহাসড়কে পৌঁছলে এর পিছনের অংশ থেকে ধোঁয়া বের হতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই বাসটিতে আগুন ছড়িয়ে পড়ে।

নয়া দিগন্ত অনলাইন
পুড়ে যাওয়া বাসটি পরিদর্শন করছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজন লাল শর্মা
পুড়ে যাওয়া বাসটি পরিদর্শন করছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজন লাল শর্মা |সংগৃহীত

ভারতের উত্তরপশ্চিমাঞ্চলীয় রাজ্য রাজস্থানে একটি বাসে আগুন লেগে ২০ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৪ অক্টোবর) জয়সলমীর থেকে যোধপুরে যাওয়ার পথে বাসটিতে আগুন লাগে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, ৫৭ জন যাত্রী নিয়ে বাসটি বিকাল ৩টার দিকে জয়সলমীর থেকে যাত্রা করে। বাসটি জয়সলমীর-যোধপুর মহাসড়কে পৌঁছলে এর পিছনের অংশ থেকে ধোঁয়া বের হতে শুরু করে। চালক রাস্তার ধারে বাস থামিয়ে দেন, কিন্তু কিছুক্ষণের মধ্যেই বাসটিতে আগুন ছড়িয়ে পড়ে।

স্থানীয় ও পথচারীরা ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধার কাজে সহায়তা করেন। দমকল ও পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শর্ট সার্কিটের কারণে আগুন লেগেছে। দুর্ঘটনার শিকার বাসটি মাত্র পাঁচ দিন আগে কেনা হয়েছিল বলে জানা গেছে।

রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজন লাল শর্মা মঙ্গলবার গভীর রাতে জয়সলমীরে পৌঁছান। মুখ্যমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তারা জানান, তিনি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বাসটি পরিদর্শন করেছেন।

চারজন নারী ও দুই শিশুসহ ১৫ জন যাত্রী গুরুতরভাবে পুড়ে গেছেন। এর মধ্যে কয়েকজনের শরীরের ৭০ শতাংশ পর্যন্ত পুড়ে গেছে। তাদের প্রথমে তিনটি অ্যাম্বুলেন্সের মাধ্যমে জয়সলমীরের জওহর হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য যোধপুরে পাঠানো হয়।

জেলা কালেক্টর জানান, বাসটি পুড়ে ছাই হয়ে গেছে এবং নিহতদের অনেকেই এমনভাবে পুড়ে গেছে যে তাদের শনাক্ত করা যায়নি।

যোধপুর থেকে ডিএনএ ও ফরেনসিক দল লাশ শনাক্তকরণে সহায়তা করার জন্য পৌঁছেছে।

সূত্র : এনডিটিভি