ভারতে দূষিত পানি পানে ১০ জনের মৃত্যু, আক্রান্ত সহস্রাধিক

ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরে পাইপলাইনের লিকেজজনিত দূষিত পানিতে ডায়রিয়া ছড়িয়ে কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে ও সহস্রাধিক মানুষ আক্রান্ত; শতাধিক রোগী হাসপাতালে চিকিৎসাধীন, অনেকে আইসিইউতে।

নয়া দিগন্ত অনলাইন
ভারতে দূষিত পানি পানে ১০ জনের মৃত্যু হয়েছে
ভারতে দূষিত পানি পানে ১০ জনের মৃত্যু হয়েছে |সংগৃহীত

ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের ইন্দোর শহরে দূষিত পানির কারণে ছড়িয়ে পড়া ডায়রিয়া মহামারীতে কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২ জানুয়ারি) রাজ্যের মেয়র পুষ্যমিত্র ভার্গব এ তথ্য জানিয়েছেন।

তবে স্থানীয় বাসিন্দাদের দাবি উল্লেখ করে ভারতীয় সংবাদমাধ্যম প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার জানিয়েছে, এক শিশুসহ ১৪ জনের মৃত্যু হয়েছে এ মহামারীতে। তবে কর্তৃপক্ষ এখনো এ সংখ্যাটি নিশ্চিত করেনি।

ইন্দোরের প্রধান চিকিৎসা ও স্বাস্থ্য কর্মকর্তা ডা: মাধব প্রসাদ হাসানী বৃহস্পতিবার জানিয়েছিলেন, ল্যাবরেটরি পরীক্ষায় দেখা গেছে, পাইপলাইনে লিকেজ হওয়ার কারণে এলাকার পানি দূষিত হয়েছে।

স্বাস্থ্য বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন, গত নয় দিন ধরে ভাগীরথপুরা এলাকার ১ হাজার ৪০০ জনেরও বেশি মানুষ বমি এবং ডায়রিয়ায় ভুগছেন। বৃহস্পতিবার রাত থেকে এখন পর্যন্ত ২৭২ জন রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনো হাসপাতালে ২০১ জন রোগীর মধ্যে ৩২ জন নিবিড় পরিচর্যা ইউনিটে চিকিৎসাধীন।

এদিকে, ২০২৫ সালে ইন্দোরকে টানা আট বছর ধরে ভারতের সবচেয়ে পরিছন্ন শহর হিসেবে ঘোষণা করা হয়েছিল।

সূত্র : আনাদোলু অ্যাজেন্সি