পাকিস্তানে আয়োজিত আন্তর্জাতিক নৌ প্রতিযোগিতায় বিজয় অর্জন করেছে তুরস্ক। তিনটি স্বর্ণপদক জিতে তুরস্ক চ্যাম্পিয়নশিপ ট্রফি অর্জন করে এবং রানার্স-আপ হয় ইরান।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) এক সরকারি বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
নৌক্রীড়াভিত্তিক ওই প্রতিযোগিতার পঞ্চম আসর পাকিস্তান নৌবাহিনীর আয়োজনে করাচির দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরীতে অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টের মধ্যে ছিল পালতোলা নৌকা চালানো, সাঁতার, জীবনরক্ষা কলাকৌশল ও সামুদ্রিক নৌযান পরিচালনা।
পাকিস্তান নৌবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, নৌ প্রতিযোগিতায় স্বাগতিক পাকিস্তানসহ আজারবাইজান, ইন্দোনেশিয়া, ইরান, ইতালি, সৌদি আরব, ওমান, শ্রীলঙ্কা, তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাত অংশ নেয়।
বিবৃতিতে আরো বলা হয়, এই ইভেন্টের লক্ষ্য পাকিস্তানে নৌ-ক্রীড়ার প্রসার ঘটানো এবং নৌবাহিনীগুলোর মধ্যে বন্ধুত্বপূর্ণ প্রতিযোগিতা জোরদার করা।
প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমান্ডার করাচি ভাইস অ্যাডমিরাল মুহাম্মদ ফয়সাল আব্বাসি। তিনি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন, বিজয়ী দলগুলোকে অভিনন্দন জানান এবং অংশগ্রহণকারী সব দলকে পেশাগত শ্রেষ্ঠত্বের উচ্চমানের জন্য প্রচেষ্টা চালিয়ে যেতে উৎসাহিত করেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ নৌ কর্মকর্তা, বিদেশী দূতাবাসের সামরিক কর্মকর্তা ও বহু বেসামরিক ব্যক্তি।
সূত্র : আনাদোলু অ্যাজেন্সি



