ভারতীয় বাহিনীর অভিযানে নিহত ৩ ব্যক্তি পেহেলগামের হামলাকারী : অমিত শাহ

অমিত শাহ ভারতের সংসদের নিম্নকক্ষে এক বক্তব্যে বলেন, ‘ভারতীয় নিরাপত্তা সংস্থাগুলোর কাছে হামলায় তাদের জড়িত থাকার বিস্তারিত প্রমাণ রয়েছে।’

নয়া দিগন্ত অনলাইন
গত এপ্রিলে পেহেলগামে জঙ্গলে লুকিয়ে থাকা বন্দুকধারীরা বেরিয়ে এসে পর্যটকদের ওপর গুলি চালান
গত এপ্রিলে পেহেলগামে জঙ্গলে লুকিয়ে থাকা বন্দুকধারীরা বেরিয়ে এসে পর্যটকদের ওপর গুলি চালান |সংগৃহীত

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মঙ্গলবার (২৯ জুলাই) বলেছেন, পেহেলগাম হামলার ঘটনায় জড়িত তিন বন্দুকধারী ভারতীয় নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত হয়েছেন। ওই হামলার জেরে ভারত-পাকিস্তানের মধ্যে তীব্র সামরিক সংঘর্ষ শুরু হয়েছিল।

গত ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের পেহেলগামে ২৬ জন পর্যটককে গুলি করে হত্যার তিন মাসেরও বেশি সময় পর গতকাল সোমবার এক সামরিক অভিযানে ভারী অস্ত্রধারী ওই ব্যক্তিদের হত্যা করা হয়।

অমিত শাহ বলেন, ‘আমি সংসদকে বলতে চাই, বৈসারণে যারা হামলা চালিয়েছিল তারা তিনজন সন্ত্রাসী ছিলেন এবং তারা তিনজনই নিহত হয়েছেন।’

তিনি জানান, নিহত তিনজনই পাকিস্তানের নাগরিক। এর মধ্যে দু’জনকে পাকিস্তানভিত্তিক উগ্রবাদী সংগঠন লস্কর-ই-তাইয়েবার সদস্য হিসেবে শনাক্ত করা হয়েছে। জাতিসঙ্ঘ একে উগ্রবাদী সংগঠন হিসেবে ঘোষণা করেছে।

তিনি ভারতের সংসদের নিম্নকক্ষে এক বক্তব্যে বলেন, ‘ভারতীয় নিরাপত্তা সংস্থাগুলোর কাছে হামলায় তাদের জড়িত থাকার বিস্তারিত প্রমাণ রয়েছে।’

এদিকে দেশটির সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, সোমবারের অভিযানটি বিতর্কিত অঞ্চলের প্রধান শহর শ্রীনগর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে দাচিগাম পাহাড়ে সংঘটিত হয়।

গত এপ্রিলে ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের পেহেলগামে জঙ্গলের ভেতর লুকিয়ে থাকা বন্দুকধারীরা হঠাৎ বেরিয়ে এসে পর্যটকদের ওপর গুলি চালান। ওই ঘটনায় নিহত ব্যক্তিদের প্রায় সবাই ভারতীয়। এর মধ্যে একজন নেপালি ছিলেন।

সূত্র : এএফপি